বিশ্বে সবচেয়ে গোপনীয়তা আর কঠোরতা বজায় রেখে চলা দেশ বলা যায় উত্তর কোরিয়াকে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের কঠোর নির্দেশনা মানা হয় সেখানে। বহির্বিশ্বের নেই কোনো প্রভাব, একেবারে যেন বিচ্ছিন্ন একটি দেশ। তবে ইতিহাস গড়া এক সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। আগামী কয়েক মাসের মধ্যে প্রথমবার দেশটিতে সম্প্রচার করা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল।
বিশ্বের জনপ্রিয় ফুটবল লিগটি উত্তর কোরিয়ার ভক্ত-সমর্থকরা দেখতে পারেন না। সেখানে প্রিমিয়ার লিগের সম্প্রচার নিষিদ্ধ। তবে আগামী কয়েক মাসের মধ্যে চিত্র পাল্টাচ্ছে। কঠোর সব শর্ত মেনে এই টুর্নামেন্ট সম্প্রচার করার অনুমতি দিয়েছেন কিম।
পাঁচটি শর্ত আরোপ করা হয়েছে ইংল্যান্ডের লিগ সম্প্রচারে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্রথম শর্ত খেলাগুলো সরাসরি সম্প্রচার করা যাবে না। হ্যাঁ, উত্তর কোরিয়ানরা ফুটবলারদের রোমাঞ্চকর অ্যাকশন সরাসরি দেখতে পাবেন না।

আরেকটি অদ্ভুত শর্ত- ৯০ মিনিটের ম্যাচ ব্যাপক কাটছাঁট ও সম্পাদনা করে মাত্র ৬০ মিনিটের করা হবে। শাসকগোষ্ঠীর দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ ও ‘অবাঞ্ছিত’ সকল দৃশ্য সরিয়ে ফেলা হবে।
পরবর্তী কড়াকড়ি রয়েছে, দক্ষিণ কোরিয়ান খেলোয়াড়দের দেখা যায় বা তাদের খেলার দৃশ্য পুরোপুরি মুছে লো হবে। মানে ব্রেন্টফোর্ডের কিম জি-সু ও উলভস তারকা হোয়াং হি-চ্যানের খেলা কোনোভাবে দেখা যাবে না।
এছাড়া সম্প্রচারিত দৃশ্যে স্টেডিয়ামের ভেতরে, বিজ্ঞাপন বোর্ড, স্কোর গ্রাফিক্স, ব্যানার থেকে ইংরেজি ভাষা মুছে বসানো হবে উত্তর কোরিয়ান ভাষা, যা তাদের চোখে সংযত।
এছাড়া এলজিবিটিকিউ প্রতীক সম্বলিত সবকিছু সেন্সরশিপে আটকে যাবে। মানে রেইনবো ফ্ল্যাগ নিয়মিত লিগে দেখানো হলেও তা থাকবে না উত্তর কোরিয়ান চ্যানেলে।
এভাবেই বড় ধরনের সম্পাদনা করে অদ্ভুত নিয়মে প্রিমিয়ার লিগের খেলা দেখতে পারবেন উত্তর কোরিয়ানরা।

ডেস্ক রিপোর্ট 






















