আয়ারল্যান্ড সিরিজের শেষ টেস্টে আগামীকাল মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিকুর রহিম। আর দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই ব্যাটারের মাইলফলকের ম্যাচ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশেষ আয়োজন করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, মুশফিকের শততম টেস্ট নিয়ে তাদের কী কী পরিকল্পনা রয়েছে।

এক নজরে বিসিবির কর্মপরিকল্পনা:
৯টা ১৬ মিনিটে বাংলাদেশ দল মাঠে ঢুকবে।
৯টা ১৭ মিনিটে মুশফিককে বিশেষ টুপি দেবেন হাবিবুল বাশার সুমন।
৯টা ১৯ মিনিটে আকরাম খানের বিশেষ কারুকাজের এক টুপি মুশফিককে দেওয়া হবে।
৯টা ২০ মিনিটে মুশফিককে বিশেষ ক্রেস্ট দেবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
৯টা ২১ মিনিটে মুশফিককে দুইটা অটোগ্রাফসমৃদ্ধ জার্সি দেওয়া হবে। একটা পাবেন তার প্রথম টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার সুমনের কাছ থেকে। আরেকটা মুশফিককে দেবেন বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

৯টা ২২ মিনিটে শান্ত কথা বলবেন।
৯টা ২৩ মিনিটে মুশফিকুর রহিম কথা বলবেন।
৯টা ২৪ মিনিটে গ্রুপ ফটো।
৯টা ২৫ মিনিটে মাঠে ঢুকবে দল।

ডেস্ক রিপোর্ট 






















