ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ব্রাজিল-ফ্রান্স বিশ্বকাপের আগে মুখোমুখি হচ্ছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ১ বার দেখা হয়েছে

২০২৬ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। বাছাইপর্ব শেষ হওয়ায় বিশ্বকাপের প্রস্তুতিতে তারা বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলেছে। পরস্পর মুখোমুখি হবে ব্রাজিল-ফ্রান্সও। গতকাল (শুক্রবার) কিলিয়ান এমবাপেদের দুটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ও সূচি ঘোষণা করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের মাটিতেই হবে সেই দুটি ম্যাচ।

ব্রাজিল (বোস্টন) ছাড়াও আরেক লাতিন দেশ কলম্বিয়ার (ফ্লোরিডা) বিপক্ষে খেলবে ফ্রান্স। অবশ্য এসব ম্যাচের সূচি এখনও চূড়ান্ত নয়, তবে ফিফার আন্তর্জাতিক উইন্ডো ২৩ থেকে ৩১ মার্চের মাঝে হতে পারে বলে জানা গেছে। এর তিন মাস পরই ২০২৬ বিশ্বকাপের পর্দা উঠবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে। প্রথমবারের ৪৮টি দেশ নিয়ে হবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতা।

ব্রাজিল-কলম্বিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলা প্রসঙ্গে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফিলিপ দিয়ালো বলছেন, ‘এখনও কোনো স্বাক্ষর হয়নি। তবে দুটি মর্যাদাপূর্ণ দলের সঙ্গে আমেরিকান ভূমিতে মার্চে খেলা নিয়ে আমরা অনেকটাই এগিয়ে গিয়েছি। বিশ্বকাপের আগে এটি ভালো সুযোগ বলে মনে করি। ইতোমধ্যে জেনেছি ব্রাজিলের সঙ্গে আমাদের গ্রুপপর্বে দেখা হবে না। কলম্বিয়া পড়ার সম্ভাবনা আছে। তাই সবমিলিয়ে দুটি দলের কথা বলেছেন (ফরাসি কোচ) দিদিয়ের দেশম। ড্র অনুষ্ঠানের অপেক্ষায় আছি, এরপর প্রক্রিয়া সম্পন্ন করতে পারব।’

বিশ্বকাপের আগে ব্রাজিল-ফ্রান্সের মুখোমুখি হওয়ার আলোচনা কয়েকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল। তবে দুই দেশ আনুষ্ঠানিকভাবে তখন কিছু জানায়নি। আগামী মার্চ-জুনে কার্লো আনচেলত্তির ব্রাজিল ন্যূনতম তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। ব্রাজিল-কলম্বিয়া ছাড়াও বিশ্বকাপের ঠিক আগে জুন মাসের শুরুতে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ফ্রান্স। সেই ম্যাচ দুটি হবে দেশের মাঠে।

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে ছয় ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছিল এমবাপের দল। গ্রুপসেরা হয়েই ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করে। ফিফার আসন্ন মেগা ইভেন্টের ড্র ‍অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর, ভেন্যু– ওয়াশিংটন ডিসি। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ দলের সঙ্গে তিন আয়োজক (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) পড়বে ড্রয়ের এক নম্বর পটে। ফলে ওই পটে থাকা ব্রাজিল ও ফ্রান্সের দেখা হবে না বিশ্বকাপের গ্রুপপর্বে। কলম্বিয়া দুই নম্বর পটে থাকবে।

ব্রাজিল-ফ্রান্স বিশ্বকাপের আগে মুখোমুখি হচ্ছে

প্রকাশিত : ০৫:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

২০২৬ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। বাছাইপর্ব শেষ হওয়ায় বিশ্বকাপের প্রস্তুতিতে তারা বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলেছে। পরস্পর মুখোমুখি হবে ব্রাজিল-ফ্রান্সও। গতকাল (শুক্রবার) কিলিয়ান এমবাপেদের দুটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ও সূচি ঘোষণা করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের মাটিতেই হবে সেই দুটি ম্যাচ।

ব্রাজিল (বোস্টন) ছাড়াও আরেক লাতিন দেশ কলম্বিয়ার (ফ্লোরিডা) বিপক্ষে খেলবে ফ্রান্স। অবশ্য এসব ম্যাচের সূচি এখনও চূড়ান্ত নয়, তবে ফিফার আন্তর্জাতিক উইন্ডো ২৩ থেকে ৩১ মার্চের মাঝে হতে পারে বলে জানা গেছে। এর তিন মাস পরই ২০২৬ বিশ্বকাপের পর্দা উঠবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে। প্রথমবারের ৪৮টি দেশ নিয়ে হবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতা।

ব্রাজিল-কলম্বিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলা প্রসঙ্গে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফিলিপ দিয়ালো বলছেন, ‘এখনও কোনো স্বাক্ষর হয়নি। তবে দুটি মর্যাদাপূর্ণ দলের সঙ্গে আমেরিকান ভূমিতে মার্চে খেলা নিয়ে আমরা অনেকটাই এগিয়ে গিয়েছি। বিশ্বকাপের আগে এটি ভালো সুযোগ বলে মনে করি। ইতোমধ্যে জেনেছি ব্রাজিলের সঙ্গে আমাদের গ্রুপপর্বে দেখা হবে না। কলম্বিয়া পড়ার সম্ভাবনা আছে। তাই সবমিলিয়ে দুটি দলের কথা বলেছেন (ফরাসি কোচ) দিদিয়ের দেশম। ড্র অনুষ্ঠানের অপেক্ষায় আছি, এরপর প্রক্রিয়া সম্পন্ন করতে পারব।’

বিশ্বকাপের আগে ব্রাজিল-ফ্রান্সের মুখোমুখি হওয়ার আলোচনা কয়েকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল। তবে দুই দেশ আনুষ্ঠানিকভাবে তখন কিছু জানায়নি। আগামী মার্চ-জুনে কার্লো আনচেলত্তির ব্রাজিল ন্যূনতম তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। ব্রাজিল-কলম্বিয়া ছাড়াও বিশ্বকাপের ঠিক আগে জুন মাসের শুরুতে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ফ্রান্স। সেই ম্যাচ দুটি হবে দেশের মাঠে।

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে ছয় ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছিল এমবাপের দল। গ্রুপসেরা হয়েই ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করে। ফিফার আসন্ন মেগা ইভেন্টের ড্র ‍অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর, ভেন্যু– ওয়াশিংটন ডিসি। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ দলের সঙ্গে তিন আয়োজক (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) পড়বে ড্রয়ের এক নম্বর পটে। ফলে ওই পটে থাকা ব্রাজিল ও ফ্রান্সের দেখা হবে না বিশ্বকাপের গ্রুপপর্বে। কলম্বিয়া দুই নম্বর পটে থাকবে।