ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

শান্তিচুক্তি না করলে সামনে ইউক্রেনের জন্য খারাপ হবে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৫৬ বার দেখা হয়েছে

বর্তমান শান্তিচুক্তিতে স্বাক্ষর না করলে ইউক্রেনের জন্য সামনে খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনকে চাপ দিচ্ছে মার্কিনিরা। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মিলে ২৮ দফার শান্তিচুক্তির একটি খসড়া তৈরি করছে। এখন এটির ওপর ভিত্তি করেই ইউক্রেনীয়দের চাপ দেওয়া হচ্ছে।

এরমধ্যে যুক্তরাষ্ট্র সামরিক জোট ন্যাটোকে জানিয়েছে, ইউক্রেন যদি এখন এ শান্তিচুক্তি মেনে না নেয় তাহলে, সামনে তাদের এরচেয়ে খারাপ চুক্তি মানতে হবে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনা সচিব ড্যান ড্রিসকল ন্যাটো দেশগুলোর দূতদের শুক্রবার এ ব্যাপারে ব্রিফ করেন। সেখানে তিনি বলেন, “কোনো চুক্তিই পারফেক্ট নয়। কিন্তু দেরি হওয়ার আগেই চুক্তি করতে হবে।”

ওই বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, বৈঠকটির পরিবেশ ছিল মলিন। কয়েকজন মার্কিন কর্মকর্তারা জিজ্ঞেস করেছেন কোন চিন্তাভাবনা নিয়ে তারা রাশিয়ার সঙ্গে আলোচনা করছে। আর কেন মিত্র দেশগুলোকে এ ব্যাপারে কিছু না জানিয়ে আলোচনা চালানো হয়েছে।

চুক্তিতে বলা আছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে হবে। এমনকি যেসব ভূখণ্ড এখনো তাদের নিয়ন্ত্রণে আছে সেগুলোও ছাড়তে হবে। এছাড়া যুদ্ধের সময় যত যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে সেগুলোর কোনো বিচার না করে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে বলেও চুক্তিতে উল্লেখ আছে।

এমন পরিস্থিতিতে গতকাল একটি ভিডিও বার্তা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি বলেন, ইউক্রেন তার ইতিহাসে এখন সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আছে। হয় ইউক্রেনকে তার সম্মান হারাতে হবে; নয়ত এক বন্ধুকে (যুক্তরাষ্ট্র) হারাতে হবে।

জনপ্রিয় সংবাদ

শান্তিচুক্তি না করলে সামনে ইউক্রেনের জন্য খারাপ হবে

প্রকাশিত : ০৭:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

বর্তমান শান্তিচুক্তিতে স্বাক্ষর না করলে ইউক্রেনের জন্য সামনে খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনকে চাপ দিচ্ছে মার্কিনিরা। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মিলে ২৮ দফার শান্তিচুক্তির একটি খসড়া তৈরি করছে। এখন এটির ওপর ভিত্তি করেই ইউক্রেনীয়দের চাপ দেওয়া হচ্ছে।

এরমধ্যে যুক্তরাষ্ট্র সামরিক জোট ন্যাটোকে জানিয়েছে, ইউক্রেন যদি এখন এ শান্তিচুক্তি মেনে না নেয় তাহলে, সামনে তাদের এরচেয়ে খারাপ চুক্তি মানতে হবে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনা সচিব ড্যান ড্রিসকল ন্যাটো দেশগুলোর দূতদের শুক্রবার এ ব্যাপারে ব্রিফ করেন। সেখানে তিনি বলেন, “কোনো চুক্তিই পারফেক্ট নয়। কিন্তু দেরি হওয়ার আগেই চুক্তি করতে হবে।”

ওই বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, বৈঠকটির পরিবেশ ছিল মলিন। কয়েকজন মার্কিন কর্মকর্তারা জিজ্ঞেস করেছেন কোন চিন্তাভাবনা নিয়ে তারা রাশিয়ার সঙ্গে আলোচনা করছে। আর কেন মিত্র দেশগুলোকে এ ব্যাপারে কিছু না জানিয়ে আলোচনা চালানো হয়েছে।

চুক্তিতে বলা আছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে হবে। এমনকি যেসব ভূখণ্ড এখনো তাদের নিয়ন্ত্রণে আছে সেগুলোও ছাড়তে হবে। এছাড়া যুদ্ধের সময় যত যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে সেগুলোর কোনো বিচার না করে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে বলেও চুক্তিতে উল্লেখ আছে।

এমন পরিস্থিতিতে গতকাল একটি ভিডিও বার্তা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি বলেন, ইউক্রেন তার ইতিহাসে এখন সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আছে। হয় ইউক্রেনকে তার সম্মান হারাতে হবে; নয়ত এক বন্ধুকে (যুক্তরাষ্ট্র) হারাতে হবে।