রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হাসপাতালের ‘এ’ ব্লকের ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ (বুধবার) বেলা ১১টা ১৪ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তর ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আসে। প্রাথমিকভাবে আগুনে কোনো হতাহত বা আটকে পরা ভিকটিমের খবর পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট 





















