মেরিন ফিশারিজ একাডেমির ৪৪তম ব্যাচের ক্যাডেটরা কঠোর পরিশ্রম আর দীর্ঘ প্রশিক্ষণের মধ্য দিয়ে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারি হতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ক্যাডেটদের অর্জিত জ্ঞান, শৃঙ্খলা ও নিবেদন তাদের পেশাগত জীবনে সফল হতে সহায়তা করবে। ভবিষ্যতের কর্মজীবনে কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা, সততা, কর্মদক্ষতা ও দেশপ্রেমকে ভিত্তি করে দায়িত্ব পালন করলে তারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এবারের পাসিং আউট প্যারেডে একাডেমির ৪৪তম ব্যাচের মোট ১১০ জন ক্যাডেট কোর্স সম্পন্ন করেন, যার মধ্যে ১৭ জন নারী ক্যাডেট ছিলেন। পরে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপদেষ্টা উত্তীর্ণ ক্যাডেটদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌপরিবহন মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তরসহ বিভিন্ন মেরিটাইম সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















