নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসিফ আল জিনাতকে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান এর নেতৃত্বে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত তাঁদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, একটি উপজেলার উন্নয়ন একা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। জনগণ, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্বকে নিয়ে সমন্বিত টিমওয়ার্কই আমাদের মূল শক্তি। সবাইকে সঙ্গে নিয়ে সোনারগাঁকে উন্নয়ন ও প্রশাসনিক সেবার দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে চাই।

এসময় উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মুক্তার হোসেন,কানুনগো জাহাঙ্গীর হোসেন, নাজির কাম ক্যাশিয়ার নুর হোসেন, নামজারী সহকারী ফৌজিয়া আক্তার, সার্ভেয়ার মহসিন পাটোয়ারী, কম্পিউটার অপারেটর আতাউর রহমান,সার্টিফিকেট সহকারী তাহমিনা আক্তারসহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইউনিয়নের নায়েবগন ও অন্যান্য কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
এসময় ভুমি কর্মকর্তারা নবাগত ইউএনওর দায়িত্বপালনে সফলতা ও দীর্ঘমেয়াদি ইতিবাচক কাজের প্রত্যাশা ব্যক্ত করেন।

ডেস্ক রিপোর্ট 






















