দেশজুড়ে আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আকাশ থাকবে আংশিক মেঘলা। তবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রায় সামান্য ওঠানামা থাকলেও আবহাওয়ার সামগ্রিক অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে না।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যার বর্ধিতাংশ বিস্তৃত হয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত।

১৩ ডিসেম্বর আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকালবেলায় কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, আর দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
১৪ ডিসেম্বর সারাদেশে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, তবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
১৫ ডিসেম্বর দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরে হালকা কুয়াশার সম্ভাবনা আছে। এদিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
১৬ ডিসেম্বর আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্কই থাকবে। ভোরে হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

ডেস্ক রিপোর্ট 






















