পিরোজপুর প্রতিনিধি : ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে পিরোজপুর জেলা যুবদলের উদ্যোগে শহরে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদের নেতৃত্বে শুক্রবার সকালে এই মিছিলটি বের হয়। মিছিলটি শহরের টাউনক্লাব চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউনক্লাব এলাকায় এসে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, সালমান জাকির, তানজিদ হাসান শাওন, মনিরুল ইসলাম মামুনসহ জেলা যুবদল, পৌর যুবদল ও থানা যুবদলের নেতৃবৃন্দ।
পথসভায় জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ বলেন, তফসিল ঘোষণার মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম নতুন গতি পেয়েছে। এই জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক উপায়ে আমাদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ। দেশের মানুষ পরিবর্তন চায়। তফসিল ঘোষণার মাধ্যমে সেই পরিবর্তনের পথ আরও স্পষ্ট হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















