ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

স্বস্তির জয় রিয়ালের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৬ বার দেখা হয়েছে

আলাভেসের মাঠে নামার আগে থেকে বিপদ সংকেত দেখতে পাচ্ছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো। তিন পয়েন্ট না পেলে তার চাকরি যাওয়ার গুঞ্জন স্পেনজুড়ে। মাদ্রিদ ক্লাব ম্যাচ শেষে তিন পয়েন্টই পেয়েছে, কিন্তু রেলিগেশন থেকে তিন পয়েন্ট দূরে থাকা দলের বিপক্ষে জিততে যেভাবে ঘাম ছুটল, তা প্রশ্নবিদ্ধ। চাপ কিন্তু কিছুটা থেকে গেল জাবির ওপর।

রোববার আলাভেসের মাঠে ২-১ গোলে জিতেছে রিয়াল। জানুয়ারির পর প্রথম লা লিগা গোল করেছেন রদ্রিগো। গত বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির বিপক্ষে জাল কাঁপিয়ে জাবির সঙ্গে উদযাপন করে তার প্রতি সংহতি প্রকাশ করেছিলেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু ম্যাচটি হেরেছিল তারা। এবার তার ৭৬তম মিনিটের গোলে কোচ ও রিয়াল স্বস্তির জয় দেখল।

ইনজুরিতে সিটি ম্যাচে মাঠের বাইরে থাকা কিলিয়ান এমবাপে এদিন খেলেছেন। কিন্তু চোট যে পুরোপুরি চলে যায়নি, তা ফুটে উঠেছে তার পারফরম্যান্সে। শুরুর দিকে হাঁটুর ব্যথায় অস্বস্তি ছিল তার চোখেমুখে।

যদিও ফরাসি তারকা প্রথম ১০ মিনিটেই দুইবার গোলের সুযোগ তৈরি করেন। প্রথমবারে নেওয়া তার শট অল্পের জন্য গোলবারের পাশ দিয়ে যায়। তারপর আরেকটি শট ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে।

১২তম মিনিটে রদ্রিগোর একটি শট গোলবারের বাইরে ছিল। অবশেষে রিয়াল স্বস্তিতে ফেরে ২৪ মিনিটে লিড নিয়ে। মাদ্রিদের হয়ে ৭০তম গোল করেন এমবাপে। রদ্রিগো বলের দখল নিয়ে জুড বেলিংহামকে দেন। ইংল্যান্ড মিডফিল্ডারের বাড়ানো বলে বাকি কাজ করেন এমবাপে।

৮৬তম মিনিটে রিয়াল পেনাল্টির দাবি করেছিল। ভিনিসিয়ুস বক্সের মধ্যে ফাউলের শিকার হলে স্পট কিকের বাঁশি বাজাননি রেফারি। রিভিউতেও একই সিদ্ধান্ত বহাল ছিল। স্টপেজ টাইমে ব্রাহিম দিয়াজের শট সাইড নেটে না জড়ালে ব্যবধান আরেকটু বাড়তে পারত।

সব প্রতিযোগিতা মিলে দুই ম্যাচ হারের পর জিতল রিয়াল। ১৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৯। বার্সেলোনার (৪৩) সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে রাখল তারা।

স্বস্তির জয় রিয়ালের

প্রকাশিত : ১০:৩৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

আলাভেসের মাঠে নামার আগে থেকে বিপদ সংকেত দেখতে পাচ্ছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো। তিন পয়েন্ট না পেলে তার চাকরি যাওয়ার গুঞ্জন স্পেনজুড়ে। মাদ্রিদ ক্লাব ম্যাচ শেষে তিন পয়েন্টই পেয়েছে, কিন্তু রেলিগেশন থেকে তিন পয়েন্ট দূরে থাকা দলের বিপক্ষে জিততে যেভাবে ঘাম ছুটল, তা প্রশ্নবিদ্ধ। চাপ কিন্তু কিছুটা থেকে গেল জাবির ওপর।

রোববার আলাভেসের মাঠে ২-১ গোলে জিতেছে রিয়াল। জানুয়ারির পর প্রথম লা লিগা গোল করেছেন রদ্রিগো। গত বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির বিপক্ষে জাল কাঁপিয়ে জাবির সঙ্গে উদযাপন করে তার প্রতি সংহতি প্রকাশ করেছিলেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু ম্যাচটি হেরেছিল তারা। এবার তার ৭৬তম মিনিটের গোলে কোচ ও রিয়াল স্বস্তির জয় দেখল।

ইনজুরিতে সিটি ম্যাচে মাঠের বাইরে থাকা কিলিয়ান এমবাপে এদিন খেলেছেন। কিন্তু চোট যে পুরোপুরি চলে যায়নি, তা ফুটে উঠেছে তার পারফরম্যান্সে। শুরুর দিকে হাঁটুর ব্যথায় অস্বস্তি ছিল তার চোখেমুখে।

যদিও ফরাসি তারকা প্রথম ১০ মিনিটেই দুইবার গোলের সুযোগ তৈরি করেন। প্রথমবারে নেওয়া তার শট অল্পের জন্য গোলবারের পাশ দিয়ে যায়। তারপর আরেকটি শট ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে।

১২তম মিনিটে রদ্রিগোর একটি শট গোলবারের বাইরে ছিল। অবশেষে রিয়াল স্বস্তিতে ফেরে ২৪ মিনিটে লিড নিয়ে। মাদ্রিদের হয়ে ৭০তম গোল করেন এমবাপে। রদ্রিগো বলের দখল নিয়ে জুড বেলিংহামকে দেন। ইংল্যান্ড মিডফিল্ডারের বাড়ানো বলে বাকি কাজ করেন এমবাপে।

৮৬তম মিনিটে রিয়াল পেনাল্টির দাবি করেছিল। ভিনিসিয়ুস বক্সের মধ্যে ফাউলের শিকার হলে স্পট কিকের বাঁশি বাজাননি রেফারি। রিভিউতেও একই সিদ্ধান্ত বহাল ছিল। স্টপেজ টাইমে ব্রাহিম দিয়াজের শট সাইড নেটে না জড়ালে ব্যবধান আরেকটু বাড়তে পারত।

সব প্রতিযোগিতা মিলে দুই ম্যাচ হারের পর জিতল রিয়াল। ১৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৯। বার্সেলোনার (৪৩) সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে রাখল তারা।