গত ১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে শেখ মোরসালিনের গোলে বাংলাদেশ ভারতকে ২২ বছর পর পরাজিত করে। ম্যাচ জিতলেও বাংলাদেশকে দেড় লাখ টাকা জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন।

ভারতের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ এক মিনিট ৪৩ সেকেন্ড বিলম্বে মাঠে নেমেছিল। যা এএফসি’র কম্পিটিশন ম্যানুয়েল ২.২ ধারা ভঙ্গের শামিল। এজন্য এএফসি ডিসিপ্লিনারি কমিটি বাফুফেকে ১২৫০ ডলার জরিমানা করেছে। যা বাংলাদেশি মুদ্রায় দেড় লাখ টাকা। বাফুফেকে আগামী এক মাসের মধ্যে এই জরিমানা প্রদান করতে হবে। গত পরশু এএফসির ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
বিলম্বে মাঠে নামার জন্য বাংলাদেশের এমন শাস্তি অবশ্য নতুন নয়। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচেও একই রকম ঘটনা ঘটেছিল। এজন্য দেড় হাজার ডলার জরিমানার শিকার হয়েছিল বাফুফে। হংকং ম্যাচে না হলেও ভারত ম্যাচে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এএফসি শাস্তির তালিকায় একই ঘটনায় বাংলাদেশের পুনরায় শাস্তি পাওয়ার কথাও উল্লেখ করেছে।

ডেস্ক রিপোর্ট 






















