ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

খুলনায় এনসিপি নেতাকে গুলি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান ও শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৬ বিজিবি জানায়, সোমবার (২২ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তরা মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে উন্নত পরীক্ষার জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে মাথার সিটি স্ক্যান করানো হয়।

এ ঘটনার প্রেক্ষিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর আওতাধীন সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মেইন পিলার ৭৫/৩-এস থেকে ১৩১/৮-আর পর্যন্ত প্রায় ১১৩ কিলোমিটার সীমান্তজুড়ে ব্যাপক তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি এবং মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব সীমান্ত কার্যত সিলগালা করা হয়েছে।

 

বিজিবি সূত্র জানায়, দর্শনা আইসিপি ছাড়াও দর্শনা, সুলতানপুর, বারাদী, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সিপুর, হুদাপাড়া, জগন্নাথপুর, আনন্দবাস, মুজিবনগর, নাজিরাকোনা, দাড়িয়াপুর, বুড়িপোতা, বাজিতপুর, ঝাঁঝা, ইছাখালী, রুন্দ্রনগর ও শৈলমারী বিওপির এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নিয়মিত তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, মোতালেব শিকদারের ওপর হামলার সঙ্গে জড়িতরা যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

খুলনায় এনসিপি নেতাকে গুলি

প্রকাশিত : ০৭:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান ও শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৬ বিজিবি জানায়, সোমবার (২২ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তরা মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে উন্নত পরীক্ষার জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে মাথার সিটি স্ক্যান করানো হয়।

এ ঘটনার প্রেক্ষিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর আওতাধীন সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মেইন পিলার ৭৫/৩-এস থেকে ১৩১/৮-আর পর্যন্ত প্রায় ১১৩ কিলোমিটার সীমান্তজুড়ে ব্যাপক তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি এবং মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব সীমান্ত কার্যত সিলগালা করা হয়েছে।

 

বিজিবি সূত্র জানায়, দর্শনা আইসিপি ছাড়াও দর্শনা, সুলতানপুর, বারাদী, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সিপুর, হুদাপাড়া, জগন্নাথপুর, আনন্দবাস, মুজিবনগর, নাজিরাকোনা, দাড়িয়াপুর, বুড়িপোতা, বাজিতপুর, ঝাঁঝা, ইছাখালী, রুন্দ্রনগর ও শৈলমারী বিওপির এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নিয়মিত তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, মোতালেব শিকদারের ওপর হামলার সঙ্গে জড়িতরা যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।