ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামে এলপি গ্যাসের সিলিন্ডারে পানি, অভিযানে আটক ১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৩৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৬ বার দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:  চট্টগ্রামের সাতকানিয়ায় এলপি গ্যাসের বদলে পানি ভরা সিলিন্ডার বিক্রির অভিযোগে একজনকে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় প্রতারণার একটি সংঘবদ্ধ চক্র জড়িত বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে এদিন বিকেলে ঘটনাস্থলে গিয়ে পানি ভরা সিলিন্ডার ও সেগুলো পরিবহনে জড়িত একটি মিনি ট্রাক জব্দ করেছে প্রশাসন।

জানা যায়, একটি মিনি ট্রাকে করে বসুন্ধরা ও টোটাল গ্যাসের নাম ব্যবহার করে প্রায় ৮৪টি এলপি গ্যাস সিলিন্ডার নিয়ে মরফলা বাজারে আসে একটি চক্র। কম দামে সিলিন্ডার বিক্রির প্রস্তাব দিলে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হয়। সন্দেহের ভিত্তিতে কয়েকটি সিলিন্ডার খুলে পরীক্ষা করা হলে বেরিয়ে আসে ভয়ংকর প্রতারণার তথ্য। ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের ভেতরে প্রায় ৫ থেকে ৬ কেজি পর্যন্ত পানি পাওয়া যায়। গ্যাসের নামে পানি বিক্রির বিষয়টি নিশ্চিত হওয়ার পরই ক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয়রা চক্রটিকে আটকানোর চেষ্টা করেন।

এ সময় তিনজন প্রতারণাকারী কৌশলে পালিয়ে গেলেও মিনি ট্রাকের চালক নুরুল আলমকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।

স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় গ্যাস সিলিন্ডারে পানি ভরার গুজব শোনা যাচ্ছিল। তবে এবার হাতেনাতে প্রমাণ মিলেছে। এ ধরনের প্রতারণায় সাধারণ গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এটি সরাসরি জননিরাপত্তার জন্যও হুমকি।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে প্রাথমিকভাবে প্রতারণার প্রমাণ পাই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ১

চট্টগ্রামে এলপি গ্যাসের সিলিন্ডারে পানি, অভিযানে আটক ১

প্রকাশিত : ১২:৩৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি:  চট্টগ্রামের সাতকানিয়ায় এলপি গ্যাসের বদলে পানি ভরা সিলিন্ডার বিক্রির অভিযোগে একজনকে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় প্রতারণার একটি সংঘবদ্ধ চক্র জড়িত বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে এদিন বিকেলে ঘটনাস্থলে গিয়ে পানি ভরা সিলিন্ডার ও সেগুলো পরিবহনে জড়িত একটি মিনি ট্রাক জব্দ করেছে প্রশাসন।

জানা যায়, একটি মিনি ট্রাকে করে বসুন্ধরা ও টোটাল গ্যাসের নাম ব্যবহার করে প্রায় ৮৪টি এলপি গ্যাস সিলিন্ডার নিয়ে মরফলা বাজারে আসে একটি চক্র। কম দামে সিলিন্ডার বিক্রির প্রস্তাব দিলে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হয়। সন্দেহের ভিত্তিতে কয়েকটি সিলিন্ডার খুলে পরীক্ষা করা হলে বেরিয়ে আসে ভয়ংকর প্রতারণার তথ্য। ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের ভেতরে প্রায় ৫ থেকে ৬ কেজি পর্যন্ত পানি পাওয়া যায়। গ্যাসের নামে পানি বিক্রির বিষয়টি নিশ্চিত হওয়ার পরই ক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয়রা চক্রটিকে আটকানোর চেষ্টা করেন।

এ সময় তিনজন প্রতারণাকারী কৌশলে পালিয়ে গেলেও মিনি ট্রাকের চালক নুরুল আলমকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।

স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় গ্যাস সিলিন্ডারে পানি ভরার গুজব শোনা যাচ্ছিল। তবে এবার হাতেনাতে প্রমাণ মিলেছে। এ ধরনের প্রতারণায় সাধারণ গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এটি সরাসরি জননিরাপত্তার জন্যও হুমকি।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে প্রাথমিকভাবে প্রতারণার প্রমাণ পাই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।