রাজধানীর ভাটারায় একটি ফুড কোর্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক।

পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ভাটারা এলাকার ‘ঢালী আম্বার ফুড কোর্ট’-এর একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন আহত হন। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি ইমাউল হক বলেন, বিস্ফোরণে রেস্টুরেন্টটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের একটি দল এখন পর্যন্ত ঘটনাস্থলে থেকে বিষয়টি তদারকি করছে।

ডেস্ক রিপোর্ট 






















