ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬

সোমালিয়ায় বিমান হামলায় আল-শাবাবের ১৯ যোদ্ধা নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

আফ্রিকার দেশ সোমালিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাবাদ গোদানে শহরে সামরিক বাহিনীর হামলায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের অন্তত ২৯ যোদ্ধা নিহত হয়েছেন। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে দেশটির সশস্ত্র বাহিনী ওই হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণপূর্বাঞ্চলীয় সোমালিয়ার জাবাদ গোদানে শহরে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী।

২০০৭ সাল থেকে আল-শাবাব সোমালিয়ায় বিদ্রোহ চালিয়ে আসছে। আন্তর্জাতিকভাবে সমর্থিত দেশটির কেন্দ্রীয় সরকারকে উৎখাত করে শরিয়াহ আইনের কঠোর ব্যাখ্যার ভিত্তিতে নিজস্ব শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে এই চায় গোষ্ঠী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মধ্য-শাবেলি অঞ্চলে রাতভর চালানো বিমান হামলায় আল-শাবাবের যানবাহন ও অস্ত্র ধ্বংস করা হয়েছে। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলায় ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র ও যানবাহন সেখানে রাখা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, ‌‌সন্ত্রাসবিরোধী লড়াইয়ে নিরাপত্তা সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় ও অভিযান পরিচালনায় অব্যাহত সহায়তার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় আন্তর্জাতিক অংশীদারদের প্রতি কৃতজ্ঞ। তবে কোন কোন অংশীদার এ সহায়তা দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

সোমালিয়ায় বিমান হামলায় আল-শাবাবের ১৯ যোদ্ধা নিহত

প্রকাশিত : ১১:০০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

আফ্রিকার দেশ সোমালিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাবাদ গোদানে শহরে সামরিক বাহিনীর হামলায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের অন্তত ২৯ যোদ্ধা নিহত হয়েছেন। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে দেশটির সশস্ত্র বাহিনী ওই হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণপূর্বাঞ্চলীয় সোমালিয়ার জাবাদ গোদানে শহরে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী।

২০০৭ সাল থেকে আল-শাবাব সোমালিয়ায় বিদ্রোহ চালিয়ে আসছে। আন্তর্জাতিকভাবে সমর্থিত দেশটির কেন্দ্রীয় সরকারকে উৎখাত করে শরিয়াহ আইনের কঠোর ব্যাখ্যার ভিত্তিতে নিজস্ব শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে এই চায় গোষ্ঠী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মধ্য-শাবেলি অঞ্চলে রাতভর চালানো বিমান হামলায় আল-শাবাবের যানবাহন ও অস্ত্র ধ্বংস করা হয়েছে। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলায় ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র ও যানবাহন সেখানে রাখা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, ‌‌সন্ত্রাসবিরোধী লড়াইয়ে নিরাপত্তা সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় ও অভিযান পরিচালনায় অব্যাহত সহায়তার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় আন্তর্জাতিক অংশীদারদের প্রতি কৃতজ্ঞ। তবে কোন কোন অংশীদার এ সহায়তা দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।