বরিশাল প্রতিনিধি : অপারেশন ডেভিল হান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি এবং উপজেলা শ্রমিক লীগের সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশালের আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খাঁন জানিয়েছেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানে থানা পুলিশ উপজেলা শ্রমিক লীগের সদস্য মো. আলমগীর শেখকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) পলাশ চন্দ্র সরকার জানিয়েছেন-অপারেশন ডেভিল হান্ট অভিযানে থানা পুলিশ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তপন লস্করকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

ডেস্ক রিপোর্ট 























