ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
 পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টার সময় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বৌদ্ধমনিপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে আমতলী যাত্রী ছাউনির আশপাশ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭২টি দা, ৮টি কুড়াল ও ১০টি বনলতা সালশা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসমূহ বর্তমানে বৌদ্ধমনিপাড়া সীমান্ত ক্যাম্পের বিজিবি বিওপিতে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
এ ধরনের অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি নিয়মিত তৎপরতা চালিয়ে যাচ্ছে।

ঝালকাঠির নলছিটিতে ৫ টি ইট ভাটায় ১১ লক্ষ টাকা জরিমানা

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশিত : ১০:০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
 পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টার সময় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বৌদ্ধমনিপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে আমতলী যাত্রী ছাউনির আশপাশ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭২টি দা, ৮টি কুড়াল ও ১০টি বনলতা সালশা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসমূহ বর্তমানে বৌদ্ধমনিপাড়া সীমান্ত ক্যাম্পের বিজিবি বিওপিতে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
এ ধরনের অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি নিয়মিত তৎপরতা চালিয়ে যাচ্ছে।