বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের ইতিহাস তুলে ধরেন ও তার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বুকাবুনিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আযাদুল হক হিমু, সদস্য সচিব আফজাল মোল্লা, সদস্য হেমায়েত উদ্দিন লিটন ও বাবুল মিলিটারি সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।

ডেস্ক রিপোর্ট 






















