রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও
দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

জানা গেছে,৭ জানুয়ারি বুধবার ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল মালেক,রিশিকুল ইউনিয়ন (ইউপি)বিএনপির সভাপতি আকবর আলী, সিনিয়র সহসভাপতি বাবুল সরকার, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক অরণ্য কুসুম, জেলা সদস্য ডালিম,উপজেলা যুবদলের সদস্য হিমেল, রশীদ গোদাগাড়ী পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কুরবান আলী, রিশিকুল ইউনিয়ন (ইউপি) সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিব ও রিশিকুল ইউনিয়ন (ইউপি) ছাত্র দলের সভাপতি মাসুমপ্রমুখ। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এদিকে একইদিন রিশিকুল ইউপির আদিবাসি জনগোষ্ঠীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। এসময় আদিবাসিরা প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের উন্নয়নের চিত্র তুলে ধরে তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একই সঙ্গে তার ছোট মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের সঙ্গে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ডেস্ক রিপোর্ট 























