বাকেরগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলায় গ্রাম পুলিশদের নিয়ে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে এ সভার আয়োজন করা হয়।

এ সভার সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রুমানা আফরোজ। তিনি নির্বাচনী দায়িত্ব পালনে গ্রাম পুলিশদের করণীয়, নিরপেক্ষতা বজায় রাখা, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তাদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনা দেন।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য মাঠপর্যায়ের দায়িত্বশীলদের সচেতনতা ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম পুলিশরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ডেস্ক রিপোর্ট 























