নিজস্ব প্রতিবেদক: লালমাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের জরুরী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ খ্রিঃ লালমাই উপজেলার বাগমারা বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের জরুরী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাসুদ করিম ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু।

এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার উল্লাহ বিএসসি, যুগ্ম আহবায়ক ও জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন সর্দার,যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান ওমর ফারুক সুমন, যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন,যুগ্ম আহবায়ক মোঃ আসলাম মজুমদার,যুগ্ম আহবায়ক মোঃ মাহবুব আলম বিএ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ মহিন উদ্দিন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল খালেক, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন ডালিম, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির,উপজেলা যুবদলের সদস্য সচিব (প্রস্তাবিত)মোঃ মাসুদুর রহমান মাসুদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক (প্রস্তাবিত) মোঃ কামরুল হাসান,সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলন উপজেলা বিএনপি সভাপতি মোঃ মাসুদ করিম ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি বড় দল,এখানে ধানের শীষ প্রতীকের জন্যে অনেকেই চাইতে পারে কিন্তু কেন্দ্রীয় বিএনপির মনোনয়ন বোর্ড যাকে ধানের শীষ প্রতীক নিয়ে পাঠাবে, লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ নেতা-কর্মীগন ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে। কেন্দ্র কমিটি, পোলিং এজেন্ট সহ অসমাপ্ত কাজগুলো চলমান থাকবে এবং দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হলো। আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনে ধানের শীষ মার্কাকে বিজয়ী করতে সকলে অতীতের মতো ঐক্যবদ্ধ ভাবে থাকবো।

ডেস্ক রিপোর্ট 






















