ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬ পালিত হয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

Oplus_131072

বেনাপোল-(শার্শা) প্রতিনিধি:- বেনাপোল কাস্টমস হাউসে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে,সোমবার ২৬ শে, জানুয়ারি-২০২৬ ইং  বেলা ১১ ঘটিকায় বেনাপোল কাস্টমস হাউস প্রাঙ্গণে সেমিনার ও আলোচনা ও সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য জি,এম,আবুল কালাম কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কর কমিশনার মোঃ মাসুদ রানা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার আব্দুল হাকিম এবং বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস কমিশনার মোঃ ফাইজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জি,এম, আবুল কালাম কায়কোবাদ বলেন,“কাস্টমস বিভাগ শুধু রাজস্ব আহরণের মাধ্যম নয়, এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে কাস্টমস কার্যক্রম আরও গতিশীল হবে। ব্যবসা-বান্ধব কাস্টমস ব্যবস্থা গড়ে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন,“রাজস্ব আদায়ের পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রম সহজীকরণ, দুর্নীতি রোধ এবং সেবার মান উন্নয়নে কাস্টমস কর্মকর্তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় বক্তারা আন্তর্জাতিক বাণিজ্যে কাস্টমস বিভাগের ভূমিকা, রাজস্ব আদায়ে কাস্টমসের অবদান এবং আধুনিক ও স্বচ্ছ কাস্টমস ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কাস্টমস কর্মকর্তা-কর্মচারী, সি অ্যান্ড এফ এজেন্ট, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বরিশালে গ্যাস সংকট, ভোগান্তিতে থ্রি-হুইলার চালকরা

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬ পালিত হয়েছে

প্রকাশিত : ০৯:৫৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
বেনাপোল-(শার্শা) প্রতিনিধি:- বেনাপোল কাস্টমস হাউসে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে,সোমবার ২৬ শে, জানুয়ারি-২০২৬ ইং  বেলা ১১ ঘটিকায় বেনাপোল কাস্টমস হাউস প্রাঙ্গণে সেমিনার ও আলোচনা ও সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য জি,এম,আবুল কালাম কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কর কমিশনার মোঃ মাসুদ রানা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার আব্দুল হাকিম এবং বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস কমিশনার মোঃ ফাইজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জি,এম, আবুল কালাম কায়কোবাদ বলেন,“কাস্টমস বিভাগ শুধু রাজস্ব আহরণের মাধ্যম নয়, এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে কাস্টমস কার্যক্রম আরও গতিশীল হবে। ব্যবসা-বান্ধব কাস্টমস ব্যবস্থা গড়ে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন,“রাজস্ব আদায়ের পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রম সহজীকরণ, দুর্নীতি রোধ এবং সেবার মান উন্নয়নে কাস্টমস কর্মকর্তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় বক্তারা আন্তর্জাতিক বাণিজ্যে কাস্টমস বিভাগের ভূমিকা, রাজস্ব আদায়ে কাস্টমসের অবদান এবং আধুনিক ও স্বচ্ছ কাস্টমস ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কাস্টমস কর্মকর্তা-কর্মচারী, সি অ্যান্ড এফ এজেন্ট, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।