ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

শরীরগঠনে আসছে কোটি টাকার টুর্নামেন্ট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৫৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩২ বার দেখা হয়েছে

২৫-২৭ মে শরীরগঠনে বড় মাপের টুর্নামন্টে হবে। ‘বিডি মাসেল শো’ প্রতিযোগিতার প্রাইজমানি ধরা হয়েছে প্রায় কোটি টাকা। সব মিলিয়ে টুর্নামেন্টের বাজেট প্রায় দেড় কোটি টাকা। বাংলাদেশের বডিবিল্ডিংয়ে এত বড় অঙ্কের প্রতিযোগিতা আগে হয়নি।

এই আয়োজন অবশ্য বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন আযোজন করছে না। ফিটনেস ও বডিবিল্ডিং কমিউনিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আজ শনিবার এক সভা শেষে আয়োজক কমিটির অন্যতম সদস্য নুরুল ইসলাম খান নাঈম বলেন, ‘বিডি মাসেল শো হবে বাংলাদেশের বডিবিল্ডিং জগতের সবচেয়ে বড় উৎসব। এটি দেশের বডি বিল্ডিং এবং ফিটনেস কমিউনিটিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। বিশ্ব দরবারে বাংলাদেশের বডিবিল্ডিংকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।

জিম মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াস, মিস্টার বাংলাদেশ নাজমুস সাকিব ও উইলিয়াম রিকি ব্লাজোসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।

বিভিন্ন সংস্থা, ক্লাব ও বিশ্ববিদ্যালয়ের কয়েকশ বডিবিল্ডার চারটি ক্যাটাগরিতে ১২টি ইভেন্টে সেরার জন্য লড়বেন। ক্যাটাগরিগুলো হলো- মেন্স বডিবিল্ডিং, মেন্স ফিজিক, মেন্স ক্লাসিক ফিজিক ও ডেনিম জিন্স। ইভেন্টগুলো হলো- বডিবিল্ডিংয়ে ৭ টি ওজন শ্রেণী, মেন্স ফিজিকে ৩টি ক্যাটাগরি, ক্ল্যাসিক ফিজিকে একটি ওপেন ক্যাটাগরি, ডেনিম জিন্সে একটি ওপেন। এছাড়া সব বিভাগের সেরা বডিবিল্ডার পাবেন ওভারঅল চ্যাম্পিয়নের খেতাব।

শরীরগঠন খেলোয়াড়রা বছর জুড়ে খেলার সুযোগ পান না। ফেডারেশন আয়োজিত টুর্নামেন্টে আর্থিক পুরস্কারও কম। ফেডারেশনের বাইরে জিম মালিক সমিতির এই আয়োজন শেষ পর্যন্ত হলে খেলোয়াড়রা আর্থিকভাবে খানিকটা লাভবান হতে পারবেন।

জনপ্রিয় সংবাদ

শরীরগঠনে আসছে কোটি টাকার টুর্নামেন্ট

প্রকাশিত : ১১:৫৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

২৫-২৭ মে শরীরগঠনে বড় মাপের টুর্নামন্টে হবে। ‘বিডি মাসেল শো’ প্রতিযোগিতার প্রাইজমানি ধরা হয়েছে প্রায় কোটি টাকা। সব মিলিয়ে টুর্নামেন্টের বাজেট প্রায় দেড় কোটি টাকা। বাংলাদেশের বডিবিল্ডিংয়ে এত বড় অঙ্কের প্রতিযোগিতা আগে হয়নি।

এই আয়োজন অবশ্য বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন আযোজন করছে না। ফিটনেস ও বডিবিল্ডিং কমিউনিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আজ শনিবার এক সভা শেষে আয়োজক কমিটির অন্যতম সদস্য নুরুল ইসলাম খান নাঈম বলেন, ‘বিডি মাসেল শো হবে বাংলাদেশের বডিবিল্ডিং জগতের সবচেয়ে বড় উৎসব। এটি দেশের বডি বিল্ডিং এবং ফিটনেস কমিউনিটিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। বিশ্ব দরবারে বাংলাদেশের বডিবিল্ডিংকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।

জিম মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াস, মিস্টার বাংলাদেশ নাজমুস সাকিব ও উইলিয়াম রিকি ব্লাজোসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।

বিভিন্ন সংস্থা, ক্লাব ও বিশ্ববিদ্যালয়ের কয়েকশ বডিবিল্ডার চারটি ক্যাটাগরিতে ১২টি ইভেন্টে সেরার জন্য লড়বেন। ক্যাটাগরিগুলো হলো- মেন্স বডিবিল্ডিং, মেন্স ফিজিক, মেন্স ক্লাসিক ফিজিক ও ডেনিম জিন্স। ইভেন্টগুলো হলো- বডিবিল্ডিংয়ে ৭ টি ওজন শ্রেণী, মেন্স ফিজিকে ৩টি ক্যাটাগরি, ক্ল্যাসিক ফিজিকে একটি ওপেন ক্যাটাগরি, ডেনিম জিন্সে একটি ওপেন। এছাড়া সব বিভাগের সেরা বডিবিল্ডার পাবেন ওভারঅল চ্যাম্পিয়নের খেতাব।

শরীরগঠন খেলোয়াড়রা বছর জুড়ে খেলার সুযোগ পান না। ফেডারেশন আয়োজিত টুর্নামেন্টে আর্থিক পুরস্কারও কম। ফেডারেশনের বাইরে জিম মালিক সমিতির এই আয়োজন শেষ পর্যন্ত হলে খেলোয়াড়রা আর্থিকভাবে খানিকটা লাভবান হতে পারবেন।