ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি জানান, দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজ দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

এজাহারে বলা হয়, নজরুল ইসলামের মোট সম্পদ পাওয়া গেছে ৮৩২ কোটি টাকা। এর মধ্যে ৭৮১ কোটি টাকার সম্পদের বৈধ কোনো আয়ের উৎস পাওয়া যায়নি।

নজরুল ইসলামের স্ত্রী নাসরিন ইসলাম, মেয়ে আনিকা ইসলাম ও ওয়ালিদ ইবনে ইসলামের সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক।

এছাড়া, তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ ৫২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

নজরুল ইসলাম নাসা গ্রুপের পাশাপাশি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।

দাউদকান্দিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত : ০৯:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি জানান, দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজ দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

এজাহারে বলা হয়, নজরুল ইসলামের মোট সম্পদ পাওয়া গেছে ৮৩২ কোটি টাকা। এর মধ্যে ৭৮১ কোটি টাকার সম্পদের বৈধ কোনো আয়ের উৎস পাওয়া যায়নি।

নজরুল ইসলামের স্ত্রী নাসরিন ইসলাম, মেয়ে আনিকা ইসলাম ও ওয়ালিদ ইবনে ইসলামের সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক।

এছাড়া, তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ ৫২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

নজরুল ইসলাম নাসা গ্রুপের পাশাপাশি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।