ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ইলন মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৪ বার দেখা হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী এবং স্পেসএক্স-এর প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে তাকে এ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সরকারপ্রধান।

প্রধান উপদেষ্টার প্রেস অফিস রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে চিঠি দিয়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান ইউনূস।

চিঠির বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা মাস্ককে বলেছেন, এ সফর তাকে বাংলাদেশের তরুণ-তরুণীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেবে, যারা এগিয়ে থাকা এ প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হবেন।

ড. ইউনূস বলেন, একটি উন্নত ভবিষ্যত গড়ার যে অভিন্ন লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে আসুন আমরা একসঙ্গে কাজ করি।

তিনি বলেন, স্টারলিংকের ইন্টারনেট সংযোগ বাংলাদেশে কাঠামোতে রূপান্তরমূলক পরিবর্তন, বিশেষ করে তরুণদের বিভিন্ন উদ্যোগ, গ্রামীণ ও পিছিয়ে পড়া নারী এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে এটি বড় রূপান্তর ঘটাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী ড. খলিলুর রহমানকে এ বিষয়ে স্পেসএক্সের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে বলেছেন, যেন আগামী ৯০ দিনের মধ্যে বাংলাদেশে এ পরিষেবা চালু করা সম্ভব হয়।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা বাংলাদেশে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন।

মুগদা মেডিকেলে ২২ দালাল আটক, মোবাইল কোর্টে ১৫ দিনের কারাদণ্ড

ইলন মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০৭:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী এবং স্পেসএক্স-এর প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে তাকে এ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সরকারপ্রধান।

প্রধান উপদেষ্টার প্রেস অফিস রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে চিঠি দিয়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান ইউনূস।

চিঠির বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা মাস্ককে বলেছেন, এ সফর তাকে বাংলাদেশের তরুণ-তরুণীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেবে, যারা এগিয়ে থাকা এ প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হবেন।

ড. ইউনূস বলেন, একটি উন্নত ভবিষ্যত গড়ার যে অভিন্ন লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে আসুন আমরা একসঙ্গে কাজ করি।

তিনি বলেন, স্টারলিংকের ইন্টারনেট সংযোগ বাংলাদেশে কাঠামোতে রূপান্তরমূলক পরিবর্তন, বিশেষ করে তরুণদের বিভিন্ন উদ্যোগ, গ্রামীণ ও পিছিয়ে পড়া নারী এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে এটি বড় রূপান্তর ঘটাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী ড. খলিলুর রহমানকে এ বিষয়ে স্পেসএক্সের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে বলেছেন, যেন আগামী ৯০ দিনের মধ্যে বাংলাদেশে এ পরিষেবা চালু করা সম্ভব হয়।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা বাংলাদেশে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন।