ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৭৯

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:৪৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ২৬১ বার দেখা হয়েছে

দক্ষিণ কোরিয়ায় ১৮১ জন আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বিমানটিতে ১৮১ জন আরোহী ছিলেন।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালের সাথে সংঘর্ষ হয় বিমানটির। এ সময় বিমানটিতে মোট ১৭৫ জন যাত্রী ও ছয় জন ক্রু ছিলেন।

রোববার (২৯ ডিসেম্বর) ভোরে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির বার্তাসংস্থা ইয়োনহাপ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রোববার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে জেজু এয়ারের ৭সি২২১৬ ফ্লাইটটি দক্ষিণ কোরিয়ার মুয়ান শহরের একটি বিমানবন্দরে অবতরণের সময় ১৭৫ জন যাত্রীসহ একটি যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালে বিধ্বস্ত হয়। এ সময় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা দুজন ছাড়া আরোহী সকলেই মারা গেছেন।

দক্ষিণ কোরিয়ার সংবাদসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, দুর্ঘটনার পর দুই জনকে জীবিত পাওয়া গেছে। উদ্ধারকৃত ওই দুই ব্যক্তির একজন যাত্রী এবং অন্য এক ফ্লাইট অ্যাটেনডেন্ট বলে অন্য এক প্রতিবেদনে জানা গেছে।

দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানায়, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৩২টি গাড়ি ঘটনাস্থলে কাজ করছে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সকাল ৯:০৩ টায় (১২০৩ জিএমটি) জেজু এয়ারের ফ্লাইট নং-২২১৬ (ব্যাংকক থেকে মুয়ান) অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। বিমানে মোট ১৭৫ জন যাত্রী (২ থাই নাগরিক সহ) এবং ৬ জন ক্রু সদস্য ছিল।

স্থানীয় সময় সকাল ১১টার দিকে এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং বিধ্বস্ত স্থানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

জনপ্রিয় সংবাদ

২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান সঞ্জীবিত কর্মী-সমর্থকরা

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৭৯

প্রকাশিত : ০১:৪৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

দক্ষিণ কোরিয়ায় ১৮১ জন আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বিমানটিতে ১৮১ জন আরোহী ছিলেন।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালের সাথে সংঘর্ষ হয় বিমানটির। এ সময় বিমানটিতে মোট ১৭৫ জন যাত্রী ও ছয় জন ক্রু ছিলেন।

রোববার (২৯ ডিসেম্বর) ভোরে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির বার্তাসংস্থা ইয়োনহাপ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রোববার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে জেজু এয়ারের ৭সি২২১৬ ফ্লাইটটি দক্ষিণ কোরিয়ার মুয়ান শহরের একটি বিমানবন্দরে অবতরণের সময় ১৭৫ জন যাত্রীসহ একটি যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালে বিধ্বস্ত হয়। এ সময় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা দুজন ছাড়া আরোহী সকলেই মারা গেছেন।

দক্ষিণ কোরিয়ার সংবাদসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, দুর্ঘটনার পর দুই জনকে জীবিত পাওয়া গেছে। উদ্ধারকৃত ওই দুই ব্যক্তির একজন যাত্রী এবং অন্য এক ফ্লাইট অ্যাটেনডেন্ট বলে অন্য এক প্রতিবেদনে জানা গেছে।

দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানায়, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৩২টি গাড়ি ঘটনাস্থলে কাজ করছে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সকাল ৯:০৩ টায় (১২০৩ জিএমটি) জেজু এয়ারের ফ্লাইট নং-২২১৬ (ব্যাংকক থেকে মুয়ান) অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। বিমানে মোট ১৭৫ জন যাত্রী (২ থাই নাগরিক সহ) এবং ৬ জন ক্রু সদস্য ছিল।

স্থানীয় সময় সকাল ১১টার দিকে এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং বিধ্বস্ত স্থানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।