ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫

নেতানিয়াহুর বিরুদ্ধে ‘বিদ্রোহের’ ডাক সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৪৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৭৩ বার দেখা হয়েছে

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে ‘বিদ্রোহের’ আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক। ইহুদ বারাক ১৯৯৯ থেকে ২০০১ মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন।

দ্য টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (১৭ মে) এ তথ্য জানিয়েছে।

রাজধানী তেল আবিবে সরকারবিরোধী এক বিক্ষোভে দেওয়া বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বারাক বর্তমান নেতানিয়াহু সরকারের সমালোচনা করে বলেন, ‘নেতানিয়াহু সরকারের প্রতিটি কর্মকাণ্ড চূড়ান্ত অন্যায়, আমাদের নাগরিক দায়িত্ব হলো দেশকে অতল গহ্বরে নিয়ে যাওয়ার আগে এর পতনের জন্য তার বিরুদ্ধে সব উপায় বেছে নেওয়া।’

বারাকের ভাষ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু খাঁচায় বন্দি প্রাণীর মতো আবেগপ্রবণ ও অনৈতিক কাজ করছেন।

এ সময় যুদ্ধবিধ্বস্থ গাজার পুনর্গঠন নিয়ে মিসরের দেওয়া রূপরেখার প্রতি সমর্থন জানান তিনি।

এ বিষয়ে তিনি বলেছেন, ফিলিস্তিনের আমলাতন্ত্রের পাশাপাশি একটি টেকনোক্র্যাট সরকার থাকবে। অর্থ সহায়তা দেবে সৌদি ও আরব আমিরাত। তদারকি করবে মিসর। তবে, এ প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে পারবেন না হামাসের কোনো নেতা।

ইহুদ বারাক ২০০০ সালে ইসরায়েলি-ফিলিস্তিন সংকট নিরসনে স্বাধীন দুই রাষ্ট্র সমাধানের প্রস্তাব দিয়েছিলেন।

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর বিরুদ্ধে ‘বিদ্রোহের’ ডাক সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০:৪৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে ‘বিদ্রোহের’ আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক। ইহুদ বারাক ১৯৯৯ থেকে ২০০১ মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন।

দ্য টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (১৭ মে) এ তথ্য জানিয়েছে।

রাজধানী তেল আবিবে সরকারবিরোধী এক বিক্ষোভে দেওয়া বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বারাক বর্তমান নেতানিয়াহু সরকারের সমালোচনা করে বলেন, ‘নেতানিয়াহু সরকারের প্রতিটি কর্মকাণ্ড চূড়ান্ত অন্যায়, আমাদের নাগরিক দায়িত্ব হলো দেশকে অতল গহ্বরে নিয়ে যাওয়ার আগে এর পতনের জন্য তার বিরুদ্ধে সব উপায় বেছে নেওয়া।’

বারাকের ভাষ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু খাঁচায় বন্দি প্রাণীর মতো আবেগপ্রবণ ও অনৈতিক কাজ করছেন।

এ সময় যুদ্ধবিধ্বস্থ গাজার পুনর্গঠন নিয়ে মিসরের দেওয়া রূপরেখার প্রতি সমর্থন জানান তিনি।

এ বিষয়ে তিনি বলেছেন, ফিলিস্তিনের আমলাতন্ত্রের পাশাপাশি একটি টেকনোক্র্যাট সরকার থাকবে। অর্থ সহায়তা দেবে সৌদি ও আরব আমিরাত। তদারকি করবে মিসর। তবে, এ প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে পারবেন না হামাসের কোনো নেতা।

ইহুদ বারাক ২০০০ সালে ইসরায়েলি-ফিলিস্তিন সংকট নিরসনে স্বাধীন দুই রাষ্ট্র সমাধানের প্রস্তাব দিয়েছিলেন।