নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদ্যাপন উপলক্ষ্যে, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ ( সিডিপি)আয়োজিত, এক মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকেলে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটির সভাপতি, অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক শ্যামল সেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভংকর চক্রবর্তী, উন্নয়ন ব্যক্তিত্ব রঞ্জিত দত্ত, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ,শিশু সংগঠক আখতারুল কবির, সাংবাদিক সুশান্ত ঘোষ অ্যাড. সুভাষচন্দ্র দাস, সিডিপি সমন্বয়কারী, আজম রাশেদ।
সভায় বক্তারা বলেন, আমাদের অঞ্চলের জীববৈচিত্র্যের, যে বৈশিষ্ট্য রয়েছে তা সংরক্ষণ করা দরকার। সরকার ইতিমধ্যে, আকাশমনি ও ইউক্লিপটাস গাছের উৎপাদন, বিতরণ ও বিক্রয় বন্ধ করেছে, দেশীয় বিভিন্ন প্রজাতির বৃক্ষের উৎপাদন, বিতরণ উৎসাহিত করছে।
বক্তারা বলেন আমাদের নগরায়ণ দরকার, শহরায়ন দরকার, কিন্তু সবচেয়ে বেশি দরকার, আমাদের পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য রক্ষা। আগামী দিনে যেন ধরিত্রীকে আমরা রক্ষা করতে পারি, সেজন্য জীববৈচিত্র্যে কে সংরক্ষণ জরুরি।
বক্তারা বলেন, সরকারের অনেক ভুল পদক্ষেপের কারণে, জীববৈচিত্র হুমকির মুখে। আমাদের সবসময় চেষ্টা করতে হবে জীববৈচিত্র কে পরিবেশ অনুযায়ী, বাঁচিয়ে রাখার। এক্ষেত্রে নতুন প্রজন্মের কাছে জীববৈচিত্র্যের, গুরুত্ব প্রচার করতে হবে, তাহলে হয়ত এই জীববৈচিত্র্য রক্ষা পাবে।