ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ঢাবির শোক দিবসে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৪২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ১ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪০তম শোক দিবস উপলক্ষ্যে মোমবাতি প্রজ্বলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১৫ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমদ সাদ্দাম মীর, গণশিক্ষা বিষয়ক সম্পাদক নাহিদ খন্দকার, স্যার এ এফ রহমান হল শাখার আহ্বায়ক সায়মন সিদ্দিক ফেরদৌস, মহব্বত আলী জয়সহ শতাধিক নেতা-কর্মী।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান বলেন, টেলিভিশন দেখার সময় দুর্ঘটনায় ৪০ জন শিক্ষার্থী ও কর্মচারী শাহাদাত বরণ করেন। আমরা সেই মর্মান্তিক ঘটনাটি স্মরণ করে এখনও শোকাহত হয়ে যাই। আমরা চাই— অবকাঠামোগত দুর্বলতার কারণে যেন আর কোনো শিক্ষার্থীর জীবন বিপন্ন না হয়। বিশ্ববিদ্যালয়ের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হলগুলোর বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া জরুরি।

ঢাবির শোক দিবসে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

প্রকাশিত : ১২:৪২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪০তম শোক দিবস উপলক্ষ্যে মোমবাতি প্রজ্বলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১৫ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমদ সাদ্দাম মীর, গণশিক্ষা বিষয়ক সম্পাদক নাহিদ খন্দকার, স্যার এ এফ রহমান হল শাখার আহ্বায়ক সায়মন সিদ্দিক ফেরদৌস, মহব্বত আলী জয়সহ শতাধিক নেতা-কর্মী।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান বলেন, টেলিভিশন দেখার সময় দুর্ঘটনায় ৪০ জন শিক্ষার্থী ও কর্মচারী শাহাদাত বরণ করেন। আমরা সেই মর্মান্তিক ঘটনাটি স্মরণ করে এখনও শোকাহত হয়ে যাই। আমরা চাই— অবকাঠামোগত দুর্বলতার কারণে যেন আর কোনো শিক্ষার্থীর জীবন বিপন্ন না হয়। বিশ্ববিদ্যালয়ের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হলগুলোর বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া জরুরি।