ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

সোনারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪ পরিবহনের জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

মোঃ নুর নবী জনিঃ-শব্দ দূষণ বন্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৪টি পরিবহন মালিক কে অর্থদণ্ড দেয়া হয়।

গতকাল সোমবার উপজেলার কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, কাঁচপুর রাজস্ব সার্কেলের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ।

অভিযানে প্রসিউকিশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোবারক হোসেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক শব্দদূষণকারী ৪ টি যানবাহন থেকে ৩ হাজার পাঁচশত টাকা জরিমানা ও ৬ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ এর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

অ্যাওয়ার্ড নাইট’ চালু করতে যাচ্ছে বিসিবি ১৯ বছর পর

সোনারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪ পরিবহনের জরিমানা

প্রকাশিত : ১০:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

মোঃ নুর নবী জনিঃ-শব্দ দূষণ বন্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৪টি পরিবহন মালিক কে অর্থদণ্ড দেয়া হয়।

গতকাল সোমবার উপজেলার কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, কাঁচপুর রাজস্ব সার্কেলের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ।

অভিযানে প্রসিউকিশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোবারক হোসেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক শব্দদূষণকারী ৪ টি যানবাহন থেকে ৩ হাজার পাঁচশত টাকা জরিমানা ও ৬ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ এর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।