ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

কুয়েত এবার আকাশসীমা বন্ধ ঘোষণা করল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৩০ বার দেখা হয়েছে

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত।

সোমবার (২৩ জুন) রাতে কাতারে  ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হামলা চালানোর কিছুক্ষণ পরই নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় কুয়েত সরকার।

এর আগে সংযুক্ত আরব আমিরাত ও কাতার নিজেদের আকাশসীমাও বন্ধের ঘোষণা দেয়।

প্রসঙ্গত, সোমবার রাতে কাতারের দোহার আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। সেখানে মার্কিনিদের যুদ্ধবিমান রাখা হয়।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, বোমার সমান মিসাইল ছুড়ে ইরান মূলত উত্তেজনা কমানোর বার্তা দিয়েছে। তারা ইঙ্গিত দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি থামে তাহলে তারাও থেমে যাবে।

এদিকে কাতার জানিয়েছে, ইরানের মিসাইল হামলায় তাদের এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইরানের নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, মার্কিন এ ঘাঁটি আবাসিক এলাকা থেকে দূরে হওয়ায় এটি লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। দেশটি বলেছে, এ হামলা ভ্রাতৃপ্রতিম কাতারের বিপক্ষে নয় এবং দেশটির সঙ্গে যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেটি অক্ষুন্ন রাখতে বদ্ধপরিকর তারা।

ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, কাতারের আল উদেইদ ঘাঁটিতে ১০টি মিসাইল ছুড়েছে ইরান।

অ্যাওয়ার্ড নাইট’ চালু করতে যাচ্ছে বিসিবি ১৯ বছর পর

কুয়েত এবার আকাশসীমা বন্ধ ঘোষণা করল

প্রকাশিত : ১২:১৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত।

সোমবার (২৩ জুন) রাতে কাতারে  ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হামলা চালানোর কিছুক্ষণ পরই নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় কুয়েত সরকার।

এর আগে সংযুক্ত আরব আমিরাত ও কাতার নিজেদের আকাশসীমাও বন্ধের ঘোষণা দেয়।

প্রসঙ্গত, সোমবার রাতে কাতারের দোহার আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। সেখানে মার্কিনিদের যুদ্ধবিমান রাখা হয়।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, বোমার সমান মিসাইল ছুড়ে ইরান মূলত উত্তেজনা কমানোর বার্তা দিয়েছে। তারা ইঙ্গিত দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি থামে তাহলে তারাও থেমে যাবে।

এদিকে কাতার জানিয়েছে, ইরানের মিসাইল হামলায় তাদের এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইরানের নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, মার্কিন এ ঘাঁটি আবাসিক এলাকা থেকে দূরে হওয়ায় এটি লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। দেশটি বলেছে, এ হামলা ভ্রাতৃপ্রতিম কাতারের বিপক্ষে নয় এবং দেশটির সঙ্গে যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেটি অক্ষুন্ন রাখতে বদ্ধপরিকর তারা।

ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, কাতারের আল উদেইদ ঘাঁটিতে ১০টি মিসাইল ছুড়েছে ইরান।