চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা বেতবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ৬ জুলাই দুপুরের পরে এই মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা রেলওয়ে পুলিশ।
এলাকাবাসী জানায়, রোববার দুপুরে বেতবাড়িয়া রেলগেটের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়ি পুলিশ৷ মরদেহের পরিচয় সনাক্তের জন্য ঝিনাইদহের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু তথ্যটি নিশ্চিত করে বলেন, মরদেহের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। মুখমণ্ডল থেতলে গিয়েছে। শরীরের বিভিন্নস্থানের গোসত ছিটিয়ে-ছড়িয়ে পড়ে ছিল। কোনভাবেই চেনার উপায় নেই। তদন্ত চলছে।