আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. নাইমুর রহমান (২২), হারুন (২৪) ও আলামিন মোল্লা (২০)।
সোমবার (৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (৭ জুলাই) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে শ্যামপুর থানাধীন জুরাইন সালাহ উদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের ওপর ২৫-৩০ জন রাজনৈতিক কর্মকাণ্ড আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সরকারবিরোধী মিছিল করছিল। রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিক সেখানে পৌঁছে যায়। এ সময় অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও তিনজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
শ্যামপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।