এসএসসি পরীক্ষার পাসের হারে ময়মনসিংহ বোর্ডের মধ্যে জামালপুর জেলা সবার শীর্ষে অবস্থান করছে। জামালপুর জেলায় পাসের হার শতকরা ৬০.১৯ শতাংশ। এই বিভাগের চারটি জেলার মধ্যে সবার নিচে অবস্থান করছে শেরপুর জেলা। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ।
ময়মনসিংহ বোর্ড সূত্রে জানা গেছে, ময়মনসিংহ বোর্ডের অধীনে ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর জেলা। এই চার জেলার মধ্যে জামালপুর জেলার পাসের হার শতকরা ৬০.১৯ শতাংশ। জামালপুর জেলা থেকে এসএসসি পরীক্ষায় ২৫ হাজার ৯৭৭ জন অংশগ্রহণ করে পাস করেছে ১৫ হাজার ৬৩৬ জন। এই বোর্ডের অধীনে জামালপুর জেলায় সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫১৬ জন।
জেলায় জিপিএ-৫ এর দিকে থেকে প্রথমে অবস্থানে রয়েছে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ১৫৮ জন। জামালপুর জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৪৫ জন।
এছাড়াও মংমনসিংহ জেলায় পাসের হার শতকরা ৫৭.৯০ শতাংশ, নেত্রকোণায় পাসের হার শতকরা ৫৯.৫৮, শেরপুরে পাসের হার ৫৩.৭৪ শতাংশ।
ময়মনসিংহ জেলা থেকে মাধ্যমিক পরীক্ষায় ৪৬ হাজার ৯৫ জন অংশগ্রহণ করে পাস করেছে ২৪ হাজার ৬৯১ জন। নেত্রকোণা জেলা থেকে মাধ্যমিক পরীক্ষায় ১৯ হাজার ৪১৯ জন অংশগ্রহণ করে পাস করেছে ১১ হাজার ৫৬৯ জন। শেরপুর জেলা থেকে মাধ্যমিক পরীক্ষায় ১৪ হাজার ৬০ জন অংশগ্রহণ করে পাস করেছে ৭ হাজার ৫৬০ জন।