বাউফল( পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার তেতুলিয়া নদীতে মাছের ট্রলার থেকে পড়ে ইমরান (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।
২৫.০৭.২৫ইং তারিখ রোজ শুক্রবার বেলা আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিখোঁজ ইমরান উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের মনির শরীফের ছেলে। পেশায় তিনি মাছ ব্যবসায়ী ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে ইমরান নিমদী লঞ্চঘাট থেকে ট্রলারে করে কালাইয়া বাজারের উদ্দেশ্যে বরফ আনতে রওনা দেন। পথে নদীসংলগ্ন মুন্সিবাড়ি নামক স্থানে পৌঁছালে ট্রলার থেকে নিখোঁজ হন তিনি। এরপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা বরকত জানান, ইমরান প্রতিদিনই মাছের ব্যবসার কাজে নদীপথে চলাফেরা করতেন। আজও বরফ আনতে গিয়েছিলেন। হঠাৎ করে ট্রলার থেকে নিখোঁজ হওয়ার এমন ঘটনা আমাদের অবাক করে দিয়েছে। নিখোঁজের পর থেকে স্বজনরা খোঁজাখুঁজি করলেও তাকে এখন পর্যন্ত পাওয়া যায়নি।
নিখোঁজের বিষয়ে জানতে চাইলে বাউফল থানার এসআই শাহাবুদ্দিন বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে আমাদেরকে কেউ জানায়নি। আমাদের জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।