ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

চিত্রনায়িকা নিপুণকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ, লন্ডনযাত্রা বতিল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৫৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ২৬৫ বার দেখা হয়েছে

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। পাশাপাশি তাকে অফলোড করে তার লন্ডনযাত্রা বাতিল করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯ টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় তাকে আটক করা হয়।

ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এতে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, চিত্রনায়িকা নিপুণকে লন্ডন যাওয়ার সময় আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় দেখা যেত অভিনেত্রী নিপুণকে। এবং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলটির নাম ব্যবহার করতে বলে অভিযোগ ওঠে তার ওপর।

জনপ্রিয় সংবাদ

২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান সঞ্জীবিত কর্মী-সমর্থকরা

চিত্রনায়িকা নিপুণকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ, লন্ডনযাত্রা বতিল

প্রকাশিত : ১২:৫৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। পাশাপাশি তাকে অফলোড করে তার লন্ডনযাত্রা বাতিল করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯ টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় তাকে আটক করা হয়।

ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এতে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, চিত্রনায়িকা নিপুণকে লন্ডন যাওয়ার সময় আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় দেখা যেত অভিনেত্রী নিপুণকে। এবং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলটির নাম ব্যবহার করতে বলে অভিযোগ ওঠে তার ওপর।