ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

প্লেনে এক ঘণ্টা আটকে ছিলেন এয়ার ইন্ডিয়ার যাত্রীরা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ১২২ বার দেখা হয়েছে

ভারতের ফ্ল্যাগশিপ বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ফের গোলযোগের ঘটনা ঘটেছে। উড়োজাহাজের দরজা জ্যাম হয়ে যাওয়া গন্তব্যে পৌঁছানোর পরও বিমানের ভেতর এক ঘণ্টা আটকে ছিলেন যাত্রীরা।

আজ সোমবার ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরের বিমানবন্দরে ঘটেছে এই ঘটনা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানী নয়াদিল্লি থেকে ১৬০ জন যাত্রী নিয়ে রায়পুরের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং বিমান। ফ্লাইটের নম্বর ছিল এআই ২৭৯৭।

নয়াদিল্লিতে থেকে উড্ডয়নের পর নির্ধারিত সময় ১০টা ৫ মিনিটে রায়পুর বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি। কিন্তু এরপরেই ধরা পড়ে মূল সমস্যা। বিমানের দরজা খুলতে গিয়ে ক্রুরা দেখতে পান, জ্যাম হয়ে গেছে সেটি।

পরে বিমানবন্দরের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের সহায়তায় এক ঘণ্টা পর বিমানটির দরজা খোলা সম্ভব হয় এবং যাত্রীরা বিমান থেকে অবতরণ করা শুরু করেন।

যাত্রীরা জানিয়েছেন, যখন সমস্যা দেখা দিলো— সে সময় কোনো ক্রু আমাদেরকে ব্যাপারটি জানাননি। আমরা বার বার প্রশ্ন করলেও তারা এড়িয়ে গেছেন। ফলে স্বাভাবিকভাবেই আমরা খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম।”

এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটের যাত্রীদের মধ্যে ছত্তিশগড় বিধানসভার বিধায়ক এবং কংগ্রেস ছত্তিশগড় শাখার জ্যেষ্ঠ নেতা অটল শ্রীবাস্তব ছিলেন বলে জানা গেছে।

এদিকে রায়পুরের এই ঘটনার জন্য যাত্রী সাধারণের কাছে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া। সেখানে বলা হয়েছে, বিমানের ‘টেকনিক্যাল ফল্ট’ এর কারণে এই সমস্যা দেখা দিয়েছিল।

জনপ্রিয় সংবাদ

ঢাকা–বরিশাল মহাসড়ক যেন মরণফাঁদ: মাদারীপুরের ঘটকচরে ইজিবাইক ও সার্বিক পরিবহন সংঘর্ষে নিহত- ৫

প্লেনে এক ঘণ্টা আটকে ছিলেন এয়ার ইন্ডিয়ার যাত্রীরা

প্রকাশিত : ০৬:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

ভারতের ফ্ল্যাগশিপ বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ফের গোলযোগের ঘটনা ঘটেছে। উড়োজাহাজের দরজা জ্যাম হয়ে যাওয়া গন্তব্যে পৌঁছানোর পরও বিমানের ভেতর এক ঘণ্টা আটকে ছিলেন যাত্রীরা।

আজ সোমবার ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরের বিমানবন্দরে ঘটেছে এই ঘটনা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানী নয়াদিল্লি থেকে ১৬০ জন যাত্রী নিয়ে রায়পুরের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং বিমান। ফ্লাইটের নম্বর ছিল এআই ২৭৯৭।

নয়াদিল্লিতে থেকে উড্ডয়নের পর নির্ধারিত সময় ১০টা ৫ মিনিটে রায়পুর বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি। কিন্তু এরপরেই ধরা পড়ে মূল সমস্যা। বিমানের দরজা খুলতে গিয়ে ক্রুরা দেখতে পান, জ্যাম হয়ে গেছে সেটি।

পরে বিমানবন্দরের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের সহায়তায় এক ঘণ্টা পর বিমানটির দরজা খোলা সম্ভব হয় এবং যাত্রীরা বিমান থেকে অবতরণ করা শুরু করেন।

যাত্রীরা জানিয়েছেন, যখন সমস্যা দেখা দিলো— সে সময় কোনো ক্রু আমাদেরকে ব্যাপারটি জানাননি। আমরা বার বার প্রশ্ন করলেও তারা এড়িয়ে গেছেন। ফলে স্বাভাবিকভাবেই আমরা খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম।”

এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটের যাত্রীদের মধ্যে ছত্তিশগড় বিধানসভার বিধায়ক এবং কংগ্রেস ছত্তিশগড় শাখার জ্যেষ্ঠ নেতা অটল শ্রীবাস্তব ছিলেন বলে জানা গেছে।

এদিকে রায়পুরের এই ঘটনার জন্য যাত্রী সাধারণের কাছে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া। সেখানে বলা হয়েছে, বিমানের ‘টেকনিক্যাল ফল্ট’ এর কারণে এই সমস্যা দেখা দিয়েছিল।