ব্রাজিলের বিচারমন্ত্রী রিকার্দো লেওয়ানডস্কির মার্কিন ভিসা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর বাতিল করেছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের এই পদক্ষেপকে ‘‘দায়িত্বজ্ঞানহীন’’ বলে তীব্র সমালোচনা করেছেন তিনি।
মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে ব্রাজিলের বিচারমন্ত্রীর ভিসা বাতিলের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য জানায়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ব্রাজিলের সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে বিচার শুরুর পর সিলভা নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে ওয়াশিংটন।
তারই ধারাবাহিকতায় ওয়াশিংটন ব্রাজিলের বিচারমন্ত্রীর ভিসা বাতিলের এই শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাজধানী ব্রাসিলিয়ায় মন্ত্রিসভার বৈঠকে লুলা বলেছেন, ‘‘আমার সহকর্মী লেওয়ানডস্কির ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ নিয়েছে। আমি এবং আমার সরকার লেওয়ানডস্কির প্রতি সংহতি প্রকাশ করছি।’’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ব্রাজিলের ডজনখানেক আমদানিপণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবং বলসোনারোর বিচার কার্যক্রম পরিচালনাকারী বিচারককে নিষেধাজ্ঞার আওতায় এনেছেন।
২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালীন বলসোনারোকে ‘‘ট্রপিকসের ট্রাম্প’’ নামে ডাকা হতো। দেশটিতে বর্তমানে তার বিচার চলছে। ক্ষমতায় আঁকড়ে থাকার ষড়যন্ত্রের অভিযোগে চলা মামলায় দোষী সাব্যস্ত হলে বলসোনারোর সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।
তবে বলসোনারো অভিযোগ অস্বীকার করে বলেছেন, ব্রাজিলিয়ান বিচারবিভাগ এবং লুলা সরকারের যৌথ উদ্যোগে তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার হচ্ছে। যাতে তাকে ২০২৬ সালের নির্বাচনে প্রত্যাবর্তন থেকে বিরত রাখা যায়।
বর্তমানে তিনি গৃহবন্দি অবস্থায় আছেন এবং আগামী মাসের শুরুর দিকে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার অপেক্ষায় রয়েছেন তিনি।

ডেস্ক রিপোর্ট 























