বাংলাদেশের শীর্ষস্থানীয় বিটুবি জব-টেক ও এইচআর-টেক প্ল্যাটফর্ম সম্ভব নির্বাচিত হয়েছে ফোর্বস এশিয়ার মর্যাদাপূর্ণ ‘১০০ টু ওয়াচ’ তালিকায় ২০২৫ সালের জন্য। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উদ্ভাবনী স্টার্টআপগুলোকে স্বীকৃতি দিতে ফোর্বস প্রতি বছর এই তালিকা প্রকাশ করে, যেখানে প্রভাবশালী ধারণা, শক্তিশালী বাস্তবায়ন এবং দৃশ্যমান সাফল্যই মূল মানদণ্ড।
২০২২ সালে রিফাদ হোসেন, নকীব মুহাম্মদ ফাইয়াজ ও হাসিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত সম্ভব অ্যাপ অল্প সময়েই বাংলাদেশের শ্রমবাজারে পরিবর্তনের সূচনা করেছে, বিশেষ করে ব্লু- ও সিলভার-কলার কর্মসংস্থানের ক্ষেত্রে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরি-প্রার্থীরা তাদের ডিজিটাল প্রফেশনাল আইডেন্টিটি তৈরি করতে পারেন, প্রাসঙ্গিক প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন এবং নিয়োগকর্তার সঙ্গে সরাসরি সংযুক্ত হতে পারেন—যা ন্যায্য চাকরির সুযোগকে সহজতর করে।
সম্ভব সামাজিক প্রভাব তৈরিতে অঙ্গীকারবদ্ধ, বিশেষ করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) লক্ষ্য ১: দারিদ্র্য বিমোচন এবং লক্ষ্য ৮: শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে অবদান রেখে যাচ্ছে। বাংলাদেশের নিম্ন-আয়ের নারীদের কর্মসংস্থান ও আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করছে গেটস ফাউন্ডেশন, ইউনিসেফ, সুইসকন্ট্যাক্ট, রুটস অব ইমপ্যাক্টসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে। এছাড়া, ২০২২ সালের মে মাসে শোম্ভব প্রি-সিড বিনিয়োগ সংগ্রহ করে সিঙ্গাপুরভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম কোকুন ক্যাপিটাল থেকে।
ফোর্বস এশিয়া ১০০ টু ওয়াচ ২০২৫ তালিকায় অন্তর্ভুক্ত স্টার্টআপগুলো এসেছে ১৬টি দেশ থেকে, যেগুলো কনজিউমার টেকনোলজি, ফিনটেক, স্বাস্থ্যসেবা, জ্বালানি ও কৃষিসহ বিভিন্ন খাতে কাজ করছে—এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আগামী দিনের ব্যবসা নেতাদের প্রতিনিধিত্ব করছে।