ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

কাতারে হামলা পুরো মধ্যপ্রাচ্যের জন্য সতর্কবার্তা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৮ বার দেখা হয়েছে

কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে বিমান হামলার পর ইসরায়েলের সংসদ নেসেটের স্পিকার আমির ওহানা বলেছেন, এই হামলা পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বার্তা। মঙ্গলবার দোহায় ইসরায়েলি হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এমন সতর্কবার্তা দিয়েছেন তিনি।

ভিডিওর ক্যাপশনে ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার লিখেছেন, আজকের এই হামলা পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বার্তা। এদিকে, কাতারে ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ।

সমালোচকরা বলেছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তের বাইরেও আগ্রাসন চালাচ্ছে। এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত হচ্ছে ইসরায়েল।

কাতারের কর্মকর্তারা বলেছেন, দোহায় ইসরায়েলি হামলায় দু’জন নিহত হয়েছেন। তবে এর মধ্যে হামাসের বড় কোনও নেতা নেই। নিহতদের মধ্যে একজনের নাম হিমাম আল-হায়া। তিনি হামাসের গাজা শাখার নেতা খালিল আল-হায়ার ছেলে। নিহত অপরজনের নাম জিহাদ লাবাদ। তিনি খালিল আল-হায়ার দপ্তরের পরিচালক ছিলেন। এ দুজন বাদে আর কোনো ফিলিস্তিনি নিহত হননি।

হামাসের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন তাদের নেতারা। ওই সময় হামলা হয়। তবে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এ হামলা থেকে বেঁচে গেছেন।

ইসরায়েলি একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে, হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

কাতারে হামলা পুরো মধ্যপ্রাচ্যের জন্য সতর্কবার্তা

প্রকাশিত : ০৫:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে বিমান হামলার পর ইসরায়েলের সংসদ নেসেটের স্পিকার আমির ওহানা বলেছেন, এই হামলা পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বার্তা। মঙ্গলবার দোহায় ইসরায়েলি হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এমন সতর্কবার্তা দিয়েছেন তিনি।

ভিডিওর ক্যাপশনে ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার লিখেছেন, আজকের এই হামলা পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বার্তা। এদিকে, কাতারে ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ।

সমালোচকরা বলেছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তের বাইরেও আগ্রাসন চালাচ্ছে। এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত হচ্ছে ইসরায়েল।

কাতারের কর্মকর্তারা বলেছেন, দোহায় ইসরায়েলি হামলায় দু’জন নিহত হয়েছেন। তবে এর মধ্যে হামাসের বড় কোনও নেতা নেই। নিহতদের মধ্যে একজনের নাম হিমাম আল-হায়া। তিনি হামাসের গাজা শাখার নেতা খালিল আল-হায়ার ছেলে। নিহত অপরজনের নাম জিহাদ লাবাদ। তিনি খালিল আল-হায়ার দপ্তরের পরিচালক ছিলেন। এ দুজন বাদে আর কোনো ফিলিস্তিনি নিহত হননি।

হামাসের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন তাদের নেতারা। ওই সময় হামলা হয়। তবে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এ হামলা থেকে বেঁচে গেছেন।

ইসরায়েলি একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে, হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।