ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

মণিপুরে অতর্কিত হামলায় দুই ভারতীয় সেনা নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৫ বার দেখা হয়েছে

মণিপুরে অতর্কিত হামলায় ভারতীয় প্যারামিলিটারি আসাম রাইফেলসের দুই সেনা নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী ইম্ফালে এ ঘটনা ঘটে। ওই সময় আসাম রাইফেলসের সেনাদের বহনকারী একটি ট্রাকে অতর্কিত হামলা হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অজ্ঞাত বন্দুকধারী সেনাদের বহনকারী ‘৪০৭ টাটা ট্রাক’ লক্ষ্য করে গুলি ছোড়ে। ট্রাকটি ইম্পাল থেকে বিষ্ণুপুরে যাচ্ছিল। এটি হামলাস্থলটি ইম্ফাল বিমানবন্দর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত।একটি ছবিতে দেখা গেছে গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন এক কর্মকর্তা। অপর ছবিতে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ উপস্থিতি লক্ষ্য করা হয়েছে।

মণিপুরের গভর্নর অজয় কুমার ভাল্লা হামলার নিন্দা জানিয়েছেন। এছাড়া আহত ও নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।এ ধরনের হামলা সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যারাই সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

মণিপুরে মেইত সশস্ত্র গোষ্ঠীর আনাগোণা রয়েছে। এরআগেও তারা আসাম রাইফেলসের ওপর হামলা চালিয়েছে। ২০২১ সালে অতর্কিত হামলা চালিয়ে কর্ণেল বিপ্লব ত্রিপাঠী নামে এক সেনা কর্মকর্তা, তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে মেইত গোষ্ঠীর সদস্যরা। ওই সময় তাদের উদ্ধার করতে যাওয়া কুই রিঅ্যাকশন ফোর্সের তিন সেনাও প্রাণ হারান।

মণিপুরে অতর্কিত হামলায় দুই ভারতীয় সেনা নিহত

প্রকাশিত : ১১:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

মণিপুরে অতর্কিত হামলায় ভারতীয় প্যারামিলিটারি আসাম রাইফেলসের দুই সেনা নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী ইম্ফালে এ ঘটনা ঘটে। ওই সময় আসাম রাইফেলসের সেনাদের বহনকারী একটি ট্রাকে অতর্কিত হামলা হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অজ্ঞাত বন্দুকধারী সেনাদের বহনকারী ‘৪০৭ টাটা ট্রাক’ লক্ষ্য করে গুলি ছোড়ে। ট্রাকটি ইম্পাল থেকে বিষ্ণুপুরে যাচ্ছিল। এটি হামলাস্থলটি ইম্ফাল বিমানবন্দর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত।একটি ছবিতে দেখা গেছে গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন এক কর্মকর্তা। অপর ছবিতে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ উপস্থিতি লক্ষ্য করা হয়েছে।

মণিপুরের গভর্নর অজয় কুমার ভাল্লা হামলার নিন্দা জানিয়েছেন। এছাড়া আহত ও নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।এ ধরনের হামলা সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যারাই সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

মণিপুরে মেইত সশস্ত্র গোষ্ঠীর আনাগোণা রয়েছে। এরআগেও তারা আসাম রাইফেলসের ওপর হামলা চালিয়েছে। ২০২১ সালে অতর্কিত হামলা চালিয়ে কর্ণেল বিপ্লব ত্রিপাঠী নামে এক সেনা কর্মকর্তা, তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে মেইত গোষ্ঠীর সদস্যরা। ওই সময় তাদের উদ্ধার করতে যাওয়া কুই রিঅ্যাকশন ফোর্সের তিন সেনাও প্রাণ হারান।