নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন কৃষি বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান হাসিব।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে ৬০ সদস্যের এই কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। তবে এর আগে গত শনিবার (২৫ অক্টোবর) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত নোটিশে কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. সাব্বির হোসেন শান্ত। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল ইসলাম, ফারুক আহমেদ খান, মামুন হাসান, মো. শহিদুল ইসলাম, মো. আশিকুর রহমান জীবন, সর্দার মাহমুদুল হাসান দুর্জয়, রিফাত জামিল রিয়াদ, সাখাওয়াত হোসেন সায়েম, মো. আল জকি, শীতল সাহা, তাজুল ইসলাম রনি, মেহেদী হাসান রবি, এহসান উল করিম ভূইয়া হাসিব, আমির হামজা, মো. মিজানুর রহমান, মো. সুজন মিয়া, মেহেদী হাসান রাজিব, মো. শামিম হোসেন, আহমাদ কারীম মাহমুদ ও মো. রাকিবুল হাসান রাকিব।
সভাপতি পদে দায়িত্ব পেয়ে আনন্দ প্রকাশ করে জাহিদ হাসান বলেন, বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের কার্যক্রম আরও সংগঠিত ও সক্রিয় করে শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। আশা করি, কমিটির সদস্যরা একসঙ্গে কাজ করে শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখবেন।
সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব বলেন, আমাদের আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে নোবিপ্রবি ছাত্রদলকে আরও স্বচ্ছ ও কার্যকরভাবে পরিচালনা করতে চাই।

ডেস্ক রিপোর্ট 























