ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

একাডেমিক ক্যালেন্ডার পরিবর্তিত হচ্ছে জকসু নির্বাচনকে ঘিরে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৫ বার দেখা হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনা হচ্ছে।

চলতি বছরের শীতকালীন ছুটি ডিসেম্বর মাসে না হয়ে জানুয়ারি মাসে দেওয়া হবে। এছাড়া, যেসব বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নভেম্বর কিংবা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শেষ হবে, তাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় সিদ্ধান্তটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

উপাচার্য বলেন, আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে একাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের প্রধানদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসেম্বরের শীতকালীন ছুটি পরিবর্তন করে জানুয়ারি মাসে স্থানান্তর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জানা গেছে, ২২ ডিসেম্বরের জকসু নির্বাচনে শিক্ষার্থীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতেই প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। ভোটার উপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৫ নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিলে বলা হয়, ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ ও ১১ নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার ১২ নভেম্বর, এছাড়া ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর মনোনয়ন বিতরণ চলবে এবং ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন দাখিল করা যাবে।

১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই সম্পন্ন করে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর। প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর। এছাড়া প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ২৭ ও ৩০ নভেম্বর। পরবর্তীতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩ ডিসেম্বর। এরপর মনোনয়নপত্র প্রত্যাহার ৪, ৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাখ্যানকৃত প্রার্থী তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর এবং প্রার্থীদের প্রচারণা ৯ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর। সবশেষে ভোটগ্রহণ ও ফল ঘোষণা করা হবে ২২ ডিসেম্বর।

একাডেমিক ক্যালেন্ডার পরিবর্তিত হচ্ছে জকসু নির্বাচনকে ঘিরে

প্রকাশিত : ০৮:৩২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনা হচ্ছে।

চলতি বছরের শীতকালীন ছুটি ডিসেম্বর মাসে না হয়ে জানুয়ারি মাসে দেওয়া হবে। এছাড়া, যেসব বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নভেম্বর কিংবা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শেষ হবে, তাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় সিদ্ধান্তটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

উপাচার্য বলেন, আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে একাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের প্রধানদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসেম্বরের শীতকালীন ছুটি পরিবর্তন করে জানুয়ারি মাসে স্থানান্তর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জানা গেছে, ২২ ডিসেম্বরের জকসু নির্বাচনে শিক্ষার্থীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতেই প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। ভোটার উপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৫ নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিলে বলা হয়, ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ ও ১১ নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার ১২ নভেম্বর, এছাড়া ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর মনোনয়ন বিতরণ চলবে এবং ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন দাখিল করা যাবে।

১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই সম্পন্ন করে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর। প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর। এছাড়া প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ২৭ ও ৩০ নভেম্বর। পরবর্তীতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩ ডিসেম্বর। এরপর মনোনয়নপত্র প্রত্যাহার ৪, ৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাখ্যানকৃত প্রার্থী তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর এবং প্রার্থীদের প্রচারণা ৯ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর। সবশেষে ভোটগ্রহণ ও ফল ঘোষণা করা হবে ২২ ডিসেম্বর।