দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহবায়ক মোঃ আজাহার আলী মৃধাকে আটক করেছে পুলিশ। ১১ নভেম্বর মঙ্গলবার সন্ধায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পুলিশ দুমকি পুলিশের সহায়তায় উপজেলার পীরতলা এলাকা থেকে আটক করা হয়।

জানাগেছে, মির্জাগঞ্জ উপজেলায় দায়ের করা মামলায় তাঁকে আটক করা হয়। এছাড়াও তিনি দুমকি উপজেলা বিএনপির অফিস ভাঙচুর মামলায় এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তিনি জামিনে রয়েছেন।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, মির্জাগঞ্জে দায়েরকৃত মামলায় মির্জাগঞ্জ পুলিশ দুমকি পুলিশের সহায়তায় আটক করেছেন।

ডেস্ক রিপোর্ট 






















