চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় জনদুর্ভোগ সৃষ্টিকারী ৫০টি অবৈধ ভ্রাম্যমাণ দোকান অপসারণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ সময় দোকানের বাইরে ফুটপাতে মালামাল রাখার দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জানা যায়, চকবাজার এলাকায় অবৈধভাবে দোকান বসানোয় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ কারণে সিটি করপোরেশনের পক্ষ থেকে দোকানগুলো অপসারণ করে চলাচলের পথ উন্মুক্ত করা হয়।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকানদারদের ফুটপাত ও রাস্তার ওপর পণ্যসামগ্রী না রাখার জন্য সতর্ক করেন। পাশাপাশি নিয়ম ভঙ্গের দায়ে একাধিক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।

ডেস্ক রিপোর্ট 






















