১৭ বছর পর কারামুক্ত হয়ে নির্বাচন করতে পারব- এটা কখনো ভাবিনি, এমন মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতফুজ্জামান বাবর। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমবার নির্বাচনী প্রচারণায় নেমে নেত্রকোণা সদরের চল্লিশা ইউনিয়নে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। দলীয় মনোনয়ন পাওয়ার পর ঢাকা থেকে তিনি এ প্রথম নিজ জেলা নেত্রকোণায় প্রবেশ করেন।
এ সময় তিনি বলেন, আল্লাহর কাছে এ সুযোগ পাওয়ার জন্য আমি শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার দলের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা তারেক রহমান তাদের কাছেও আমাকে মনোনয়ন দেওয়ার জন্য শুকরিয়া আদায় করছি।

তিনি আরও বলেন, আজ নমিনেশন পাওয়ার পর প্রথম আমার এলাকায় এসেছি। নেত্রকোণাবাসীর কাছেও আমি শুকরিয়া আদায় করছি। কারণ নেত্রকোণার মানুষ আমার জন্য অনেক দোয়া করেছেন। আমার নির্বাচনী এলাকার তিন থানা- মদন, খালিয়াজুরী ও মোহনগঞ্জ। এই তিন থানার মানুষ আমার জন্য রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, দোয়া করেছেন, মানত করেছেন এসব আমি কোনোদিন ভুলতে পারব না। তাদের জন্য আমার বাকি জীবনটাই রয়ে গেল। যেটুকু সম্ভব, আমি তাদের জন্য ইনশাল্লাহ করতে চেষ্টা করব।

ডেস্ক রিপোর্ট 






















