আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরের কার্লোস স্পেগাজিনি এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যেখানে পুড়ে গেছে আলবিসেলেস্তে জাতীয় দলের সাবেক গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানির বাড়ি। এই দুর্ঘটনায় সবমিলিয়ে ২০ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় বাড়িতে ছিলেন না আরমানি ও তার পরিবারের কেউ। কেমিক্যাল থেকে ছড়িয়ে পড়া ওই বিস্ফোরণে তার বাড়ি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হলেও, পরিবেশগত বিপর্যয়ের কারণে তারা এখনই সেখানে ফিরতে পারবেন না। কারণ আশপাশের অঞ্চলে ক্ষতিকর রাসায়নিক ছড়িয়ে পড়েছে। সে কারণে যাতায়াত বন্ধ রাখা হয়েছে বিস্ফোরণ হওয়া এলাকায়।

কার্লোস স্পেগাজিনি মূলত শিল্পাঞ্চল। গত শুক্রবার হওয়া বিস্ফোরণের প্রভাব ২০ মিটার এলাকায়ও ছড়িয়ে যায়। সংবাদমাধ্যম ক্লারিন বলছে, বিস্ফোরণের উৎসস্থল বা কারণ এখনও নিশ্চিত নয়। যেখানে কমপক্ষে ২০ জন আহতের খবর জানা গেছে। প্রায় দুই ঘণ্টা ধরে স্থানীয় ফায়ার সার্ভিস, বোনায়েরেন্স পুলিশ এবং জরুরি সার্ভিসের কর্মীরা ওয়ারহাউজ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেছেন।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় এজেইজা ইন্তারজোনাল হাসপাতাল ও ক্যানিং হেলথ সেন্টারে নেওয়া হয়েছে। আর্জেন্টাইন শিল্প প্রতিষ্ঠান মন্তে গ্রান্দে গ্রুপের পরিচালক কার্লোস সান্তোরো বলেছেন, ‘আমরা রেড কোডে (জরুরি পরিস্থিতি) আছি। আহতদের অনেকেই আশপাশের এলাকায়, যারা নিজের ঘরে থেকেই আঘাত পেয়েছেন। তবে কারও জীবনের ঝুঁকি নেই।’
প্রসঙ্গত, ফ্রাঙ্কো আরমানি বর্তমানে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে খেলেন। দুর্ঘটনার সময় তিনি হোটেলে অবস্থান করছিলেন বলে জানা গেছে। এর আগে ২০১৮-২১ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৯ ম্যাচ খেলেছেন আরমানি। ২০২২ কাতার বিশ্বকাপেও তিনি এমিলিয়ানো মার্টিনেজের ব্যাক-আপ গোলরক্ষক হিসেবে স্কোয়াডে ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















