ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

খাতা চ্যালেঞ্জ করে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ২৩ জন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল পুননিরীক্ষণে কুমিল্লা বোর্ডে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ১০৮ জন। জিপিএ-৫ বেড়েছে ২৩টি।

রোববার (১৬ নভেম্বর) কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। এর আগে, সকাল ১০টার দিকে এ ফলাফল প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুননিরীক্ষণের আবেদন করেছে ২৭ হাজার ১৮১ জন পরীক্ষার্থী। ৯৪ হাজার ৬৫টি উত্তরপত্র পুননিরীক্ষণের আবেদন পড়ে এবার। এর মধ্যে ২ হাজার ৫৮০টি উত্তরপত্র পরিবর্তন হয়।এবার খাতা চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস করেছেন ১০৮ জন পরীক্ষার্থী। গ্রেড পরিবর্তন ৫৮৭ জনের, নম্বর বেড়েছে ২ হাজার ২১৩ জনের।

বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিল ১ লাখ ১ হাজার ৯৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৯৯ হাজার ৫৭৬ জন। বহিষ্কার হয় ৬৬ জন। ১৬ অক্টোবর ফল ঘোষণার দিন জানানো হয়, এ বছর পাস করেছে ৪৮ হাজার ৬৫৭ জন। বোর্ডের মোট পাসের হার ৪৮ দশমিক ৮৬। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭০৭ জন। এর মধ্যে মেয়ে ১ হাজার ৭৪৯ জন, ছেলে ৯৫৮ জন।

২০২৪ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭১ দশমিক ১৫। গত বছর জিপিএ৫ পেয়েছিল ৭ হাজার ৯২২ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এসব ফলাফল পরিবর্তন করা হয়েছে।

খাতা চ্যালেঞ্জ করে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ২৩ জন

প্রকাশিত : ০৯:০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল পুননিরীক্ষণে কুমিল্লা বোর্ডে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ১০৮ জন। জিপিএ-৫ বেড়েছে ২৩টি।

রোববার (১৬ নভেম্বর) কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। এর আগে, সকাল ১০টার দিকে এ ফলাফল প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুননিরীক্ষণের আবেদন করেছে ২৭ হাজার ১৮১ জন পরীক্ষার্থী। ৯৪ হাজার ৬৫টি উত্তরপত্র পুননিরীক্ষণের আবেদন পড়ে এবার। এর মধ্যে ২ হাজার ৫৮০টি উত্তরপত্র পরিবর্তন হয়।এবার খাতা চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস করেছেন ১০৮ জন পরীক্ষার্থী। গ্রেড পরিবর্তন ৫৮৭ জনের, নম্বর বেড়েছে ২ হাজার ২১৩ জনের।

বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিল ১ লাখ ১ হাজার ৯৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৯৯ হাজার ৫৭৬ জন। বহিষ্কার হয় ৬৬ জন। ১৬ অক্টোবর ফল ঘোষণার দিন জানানো হয়, এ বছর পাস করেছে ৪৮ হাজার ৬৫৭ জন। বোর্ডের মোট পাসের হার ৪৮ দশমিক ৮৬। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭০৭ জন। এর মধ্যে মেয়ে ১ হাজার ৭৪৯ জন, ছেলে ৯৫৮ জন।

২০২৪ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭১ দশমিক ১৫। গত বছর জিপিএ৫ পেয়েছিল ৭ হাজার ৯২২ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এসব ফলাফল পরিবর্তন করা হয়েছে।