ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ৭৭ কোটি টাকার বরাদ্দ অনুমোদন পেল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৫৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৫ বার দেখা হয়েছে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ৭৭ কোটি টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

উপাচার্য জানান, বুধবার (১৭ ডিসেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এক চিঠির মাধ্যমে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে এবং এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৭ কোটি ৫ লাখ টাকা।

উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আর কষ্ট করে ক্যাম্পাসের বাইরে থাকতে হবে না। এতদিন তীব্র আবাসন সংকট ছিল। আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ অনুমোদিত এই প্রকল্পের কাজ শুরু হলে সেই সংকট অনেকটাই কেটে যাবে। রিসার্চ ইনস্টিটিউট চালু হলে গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। খুব শিগগিরই প্রকল্পের কাজ শুরু হবে।

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে আবাসন‌ সংকটের কারণে আমাদের ক্যাম্পাসের বাইরে অনিরাপদ ও ব্যয়বহুলভাবে থাকতে হতো। ৭৭ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন আমাদের জন্য সত্যিই স্বস্তির খবর। আশা করছি দ্রুত কাজ শুরু হবে। সেই সাথে রিসার্চ ইনস্টিটিউট চালু হলে বেরোবিতে গবেষণার নতুন সুযোগ তৈরি হবে। এতে উচ্চশিক্ষা ও গবেষণায় আমরা অনেক এগিয়ে যাব।

প্রসঙ্গত, দীর্ঘ পাঁচ বছর ধরে বন্ধ থাকা মেয়েদের জন্য নির্মাণাধীন ১০ তলা বিশিষ্ট ছাত্রী হল ও রিসার্চ ইনস্টিটিউট প্রকল্পের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে এই প্রকল্পটির বাজেট অনুমোদনের মাধ্যমে।

রাজধানীর তোপখানায় উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ৭৭ কোটি টাকার বরাদ্দ অনুমোদন পেল

প্রকাশিত : ০৬:৫৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ৭৭ কোটি টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

উপাচার্য জানান, বুধবার (১৭ ডিসেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এক চিঠির মাধ্যমে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে এবং এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৭ কোটি ৫ লাখ টাকা।

উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আর কষ্ট করে ক্যাম্পাসের বাইরে থাকতে হবে না। এতদিন তীব্র আবাসন সংকট ছিল। আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ অনুমোদিত এই প্রকল্পের কাজ শুরু হলে সেই সংকট অনেকটাই কেটে যাবে। রিসার্চ ইনস্টিটিউট চালু হলে গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। খুব শিগগিরই প্রকল্পের কাজ শুরু হবে।

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে আবাসন‌ সংকটের কারণে আমাদের ক্যাম্পাসের বাইরে অনিরাপদ ও ব্যয়বহুলভাবে থাকতে হতো। ৭৭ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন আমাদের জন্য সত্যিই স্বস্তির খবর। আশা করছি দ্রুত কাজ শুরু হবে। সেই সাথে রিসার্চ ইনস্টিটিউট চালু হলে বেরোবিতে গবেষণার নতুন সুযোগ তৈরি হবে। এতে উচ্চশিক্ষা ও গবেষণায় আমরা অনেক এগিয়ে যাব।

প্রসঙ্গত, দীর্ঘ পাঁচ বছর ধরে বন্ধ থাকা মেয়েদের জন্য নির্মাণাধীন ১০ তলা বিশিষ্ট ছাত্রী হল ও রিসার্চ ইনস্টিটিউট প্রকল্পের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে এই প্রকল্পটির বাজেট অনুমোদনের মাধ্যমে।