ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

চুয়াডাঙ্গায় টানা দুই দিন সূর্যের দেখা নেই

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৫৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি:   দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় টানা দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না। কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো জেলা। সঙ্গে মৃদু বাতাস যোগ হয়ে শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। দিনের বেলাতেও সূর্যের আলো না পৌঁছানোয় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ০৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৯৫ শতাংশ। দুপুরের দিকে ঘন কুয়াশার কারণে আকাশ ছিল ধূসর। বিকেল তিনটার পর কয়েক মিনিটের জন্য সূর্যের আভাস মিললেও তা দ্রুতই মিলিয়ে যায়।
এদিকে গত শনিবার ও রবিবার  চুয়াডাঙ্গার চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। সকাল গড়িয়ে দুপুর হলেও সূর্যের দেখা মেলেনি। শীত ও কুয়াশায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। কাজের সন্ধানে বের হতে না পারায় নিম্ন আয়ের মানুষজন পড়েছেন চরম বিপাকে। শীত থেকে বাঁচতে অনেককে খড়, পুরোনো কাপড় জড়িয়ে কিংবা খোলা স্থানে আগুন জ্বালাতে দেখা গেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, শীতকালে শিশুদের শরীরের তাপমাত্রা ঠিক রাখতে না পারলে নিউমোনিয়া, সর্দি-কাশি ও রোটা ভাইরাসজনিত ডায়রিয়ার ঝুঁকি বেড়ে যায়। এ সময় পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপদ খাবার নিশ্চিত করা জরুরি।
এদিকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানান, আগামী এক থেকে দুই দিন চুয়াডাঙ্গা অঞ্চলে ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে মাঝে মাঝে হালকা রোদ কিংবা আংশিক রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনাও রয়েছে।

চুয়াডাঙ্গায় টানা দুই দিন সূর্যের দেখা নেই

প্রকাশিত : ০৭:৫৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি:   দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় টানা দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না। কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো জেলা। সঙ্গে মৃদু বাতাস যোগ হয়ে শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। দিনের বেলাতেও সূর্যের আলো না পৌঁছানোয় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ০৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৯৫ শতাংশ। দুপুরের দিকে ঘন কুয়াশার কারণে আকাশ ছিল ধূসর। বিকেল তিনটার পর কয়েক মিনিটের জন্য সূর্যের আভাস মিললেও তা দ্রুতই মিলিয়ে যায়।
এদিকে গত শনিবার ও রবিবার  চুয়াডাঙ্গার চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। সকাল গড়িয়ে দুপুর হলেও সূর্যের দেখা মেলেনি। শীত ও কুয়াশায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। কাজের সন্ধানে বের হতে না পারায় নিম্ন আয়ের মানুষজন পড়েছেন চরম বিপাকে। শীত থেকে বাঁচতে অনেককে খড়, পুরোনো কাপড় জড়িয়ে কিংবা খোলা স্থানে আগুন জ্বালাতে দেখা গেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, শীতকালে শিশুদের শরীরের তাপমাত্রা ঠিক রাখতে না পারলে নিউমোনিয়া, সর্দি-কাশি ও রোটা ভাইরাসজনিত ডায়রিয়ার ঝুঁকি বেড়ে যায়। এ সময় পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপদ খাবার নিশ্চিত করা জরুরি।
এদিকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানান, আগামী এক থেকে দুই দিন চুয়াডাঙ্গা অঞ্চলে ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে মাঝে মাঝে হালকা রোদ কিংবা আংশিক রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনাও রয়েছে।